Viral Video: এবার টমেটো আইসক্রিম তৈরি হল, রেগে লাল নেটিজ়েনদের মন্তব্য, ‘এদের ব্যান করা উচিত’

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 13, 2023 | 11:33 PM

Viral Video Today: একটা উদ্ভট খাবারের কম্বো আপনার ঘুম কেড়ে নিতে পারে। বাজি ধরতে পারি, এমন খাবারের ফিউশন হয়তো আপনি এর আগে কখনও কল্পনাও করেননি। সে খাবার হল টমেটো আইসক্রিম (Tomato Ice Cream)। পথের ধারেই একটা দোকানে তৈরি হচ্ছে টমোটে দিয়ে সেই আইসক্রিম।

Viral Video: এবার টমেটো আইসক্রিম তৈরি হল, রেগে লাল নেটিজ়েনদের মন্তব্য, এদের ব্যান করা উচিত
টমেটো আইসক্রিমও তৈরি হয়ে গেল এবার।

Follow Us

Latest Viral Video: মিউজ়িকের ফিউশন আমাদের শুনতে বড়ই মনোরম লাগে। কিন্তু তা বলে খাবারের ফিউশন? তা দেখতে ভাল লাগে নাকি খেতে ভাল লাগে? এ নিয়ে নেটিজ়েনদের ধারণা এবং অভিজ্ঞতা কিন্তু মোটেও ভাল নয়। যখনই কোনও ফিউশন খাবারের (Fusion Food) ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, তা দেখা মাত্রই নাক সিঁটকোতে থাকেন তাঁরা। কিন্তু রাস্তায় বেরোলেই এত অগুনতি রেস্তোরাঁ যে, প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ফিউশন খাবার তৈরি করার ছাড়া দ্বিতীয় আর কোনও উপায় থাকছে না মালিকদের। এবার সেরকমই একটা উদ্ভট খাবারের কম্বো আপনার ঘুম কেড়ে নিতে পারে। বাজি ধরতে পারি, এমন খাবারের ফিউশন হয়তো আপনি এর আগে কখনও কল্পনাও করেননি। সে খাবার হল টমেটো আইসক্রিম (Tomato Ice Cream)। পথের ধারেই একটা দোকানে তৈরি হচ্ছে টমোটে দিয়ে সেই আইসক্রিম।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রাজন মিশ্র নামের এক ফুড ব্লগার ওই আইসক্রিম বিক্রেতার কাছে কিছু টমেটো ধরিয়ে দিচ্ছেন। রাজন বলছেন, টমেটো হয়তো অনেকেই ভালবাসেন। কিন্তু তা বলে টমেটো আইসক্রিম কতজনের পছন্দ হতে পারে, তা নিয়ে তাঁর যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরই ভিডিয়োতে দেখা গেল, ওই বিক্রেতা টমেটোগুলিকে এক্কেবারে টুকরো-টুকরো করে নিয়েছেন এবং তাতে কিছু ক্যারামেল ও দুধ মিশিয়ে দিলেন। ঠিক যখনই সেটি জমে গেল, তখনই তিনি সেটিকে আইসক্রিম রোলে রূপান্তরিত করলেন। ব্যস! টমেটো আইসক্রিমও তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে।


বিশ্বাস করুন, এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনদের একাংশ রীতিমতো বিরক্ত। ভিডিয়োটি দেখা মাত্রই তাঁরা বলতে শুরু করেছেন, ‘অপছন্দের বোতামটি কোথায়?’ ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে aapkabhai_foody নামক একটি পেজ থেকে। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পরে ছিঃ ছিঃ করেছেন ঠিকই, তবে তাঁরা ভিডিয়োটা দেখেছেন। মজাদার সব কমেন্টও করেছেন।

একজন বললেন, ‘এরকম সব খাবারের ভেন্ডারদের ব্যান করা উচিত। এই সব খাবারগুলো খুবই বিরক্তিকর।’ আর একজন মজা করেই যোগ করলেন, ‘এখানে একটু পেঁয়াজ যোগ করতে ভুলে গিয়েছিলেন মনে হয়।’ সব মিলিয়ে একথা অস্বীকার করার উপায় নেই যে, নেতিবাচক মন্তব্যের মাঝেও ভিডিয়োটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় হিট। অল্প সময়ের মধ্যেই 4 লাখের বেশি ভিউ এবং 5,000 লাইক পেয়েছে এই ভিডিয়ো। আপনার কেমন লাগল এই ফিউশন আইসক্রিম, জানাতে ভুলবেন না।

Next Article