AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firecrackers From Cigarette: মুখে তাঁর সিগারেট, সেই আগুনেই একের পর এক রকেট ফাটাচ্ছেন বয়স্ক ব্যক্তি

Latest Viral Video: মুখে তাঁর সিগারেট জ্বলছে। আর সেই সিগারেটের আগুন দিয়েই তিনি একের পর এক রকেট ফাটিয়ে যাচ্ছেন। দীপাবলির সময় এই ভিডিয়ো নেটপাড়ায় খুব ভাইরাল হয়েছে।

Firecrackers From Cigarette: মুখে তাঁর সিগারেট, সেই আগুনেই একের পর এক রকেট ফাটাচ্ছেন বয়স্ক ব্যক্তি
দেখুন কী কাণ্ড!
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 12:51 AM
Share

Viral Video Today: দীপাবলি উৎসবে মাতোয়ারা দেশ। বিভিন্ন প্রান্তে মানুষজন প্রদীপ জ্বালিয়ে প্রিয়জনের সঙ্গে আতসবাজি ফাটাতে ব্যস্ত। আর এমনই সময় বয়স্ক এক ব্যক্তি এমনই কাণ্ড ঘটালেন, যা দেখে হাসি থামছে না নেটিজ়েনদের। ঠিক কী করেছেন সেই ব্যক্তি? মুখে তাঁর সিগারেট জ্বলছে। আর সেই সিগারেটের আগুন দিয়েই তিনি একের পর এক রকেট ফাটিয়ে যাচ্ছেন। দীপাবলির সময় এই ভিডিয়ো নেটপাড়ায় খুব ভাইরাল হয়েছে।

সংক্ষিপ্ত ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে, বয়স্ক ওই ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর ঠোঁটের মধ্যে থাকা একটি সিগারেট ব্যবহার করে একাধিক রকেট নিক্ষেপ করে চলেছেন। একটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে 20 সেকেন্ডের ব্যবধানে 11টি রকেট আলো জ্বালাতে দেখা যায়। যদিও কাজটি অত্যন্ত বিপজ্জনক ছিল। কিন্তু ওই ব্যক্তি আহত বা পুড়ে যাওয়ার ভয় ছাড়াই এই স্টান্ট করে দেখিয়েছেন।

ভিডিয়োটি প্রায় 984K ভিউ অর্জন করেছে। নেটিজ়েনরা অবাক হয়ে গিয়েছেন, এই বয়সে এসেও একটা ব্যক্তি এতটা নির্ভয়ে কীভাবে রকেট ফাটাতে পারেন এবং তা-ও আবার মুখে থাকা সিগারেটের আগুন দিয়ে। ভিডিয়োটি দেখার পরে কিছু ইন্টারনেট ব্যবহারকারী ওই ব্যক্তিকে সরাসরি রজনীকান্ত আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার তাঁকে ‘রকেটম্যান’ নামও দিয়েছেন। অন্যরা ওই ব্যক্তিকে স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন।

তবে এই প্রথম বার নয়। এর আগেও এই ব্যক্তিই এই একই কায়দায় রকেট ফাটিয়ে চর্চায় এসেছিলেন।