Latest Optical Illusion: মস্তিস্ককে সুস্থ রাখার জন্য মানুষ বেশ কিছু মানসিক ক্রিয়াকলাপ অবলম্বন করেন। তার মধ্যে অন্যতম একটি হল অপটিক্যাল ইলিউশন, যা আজকাল অনেক মানুষের প্রিয় খেলা। সোশ্যাল মিডিয়া খুললেই বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধা দেখা যায়। এই ধরনের ছবিগুলি আপনার মস্তিষ্কের ব্যায়ামের জন্য সেরা। তাই এগুলিকে ব্রেন-টিজ়ারও বলা যেতে পারে। এছাড়াও অপটিক্যাল ইলিউশনের মাধ্যমে আপনার আইকিউ পরীক্ষার পাশাপাশি দৃষ্টিশক্তিও পরখ করে দেখতে পারেন। এখন আপনি যদি এই কাজগুলিতে আকৃষ্ট হন, নিজের আইকিউ লেভেলের পাশাপাশি একবার দৃষ্টিশক্তিরও পরীক্ষা করে নিতে চান, তাহলে একটি চমৎকার অপটিক্যাল ইলিউশন নিয়ে এসেছি আপনাদের জন্য।
এই ছবিতে আপনি নিশ্চয়ই একটা ক্লাসরুম দেখতে পাচ্ছেন। ক্লাসে বসে থাকা পডুয়ারা নিজেদের কাজে মগ্ন। কেউ মন দিয়ে শিক্ষকের বক্তব্য শুনছে। কেউ আবার নিজেদের মধ্যে খুনসুটিও করে চলেছে। এখন এই ক্লাসরুমে পড়ুয়াদের সঙ্গেই লুকিয়ে রয়েছে একটি কুকুর। আপনার কাজ হল সেই কুকুরটিকেই খুঁজে বের করা। ভাল করে ছবিটা একবার দেখুন।
তবে ছবি থেকে কুকুরটিকে খুঁজে বের করা ততটাও সহজ নয়। একমাত্র তীক্ষ্ণ মস্তিষ্ক আর প্রখর দৃষ্টিশক্তিই আপনাকে কুকুরটির সন্ধান দিতে পারে। তবে আপনি যদি এখনও কুকুরটিকে ওই পড়ুয়াদের ভিড় থেকে খুঁজে বের করতে ব্যর্থ হন, তাহলে আমরাই আপনাকে সাহায্য করছি।
আপনি যদি এই ছবিটি মনোযোগ সহকারে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন উপরে থেকে চতুর্থ সারিতে শিশুদের মধ্যে একটি বড় কালো কুকুর বসে আছে। তারপরও যদি কুকুরটি আপনার নজরে না আসে, তাহলে নিচের ছবিটি একবার ভাল করে দেখে নিন।