Brain Test: তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে আপনার? তার সঙ্গে বুদ্ধিমত্তাও প্রখর? তাহলে যে কোনও রকমের অপটিক্যাল ইলিউশনের সমাধান করাটা নিশ্চয়ই আপনার বাঁ হাতের খেল! অনেকেরই অপটিক্যাল ইলিউশন সমাধান করতে গিয়ে ঘাম ছোটে। যতটা সহজ আপনি ভাবছেন, ছবিগুলি কিন্তু ততটা সহজ হয় না। এই যে ছবিটি দেখছেন, এখানে শুধুই কয়েকটা তালা দেখতে পাচ্ছেন নিশ্চয়। আপনাকে এখান থেকে কী খুঁজে বের করতে হবে জানেন? ছবিটি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, কতগুলি তালা খোলা রয়েছে? আর যত দ্রুত আপনি এই ছবি থেকে খোলা তালাগুলি খুঁজে পাবেন, বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তি ততটাই তীক্ষ্ণ।
কত দ্রুত উত্তর দিতে পারেন দেখি?
এই ছবিতে কতগুলি তালা খোলা রয়েছে, তা আপনাকে 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। একটা বিষয় ভাল করে বুঝে নিন, ছবিতে অনেকগুলি তালা বন্ধ রয়েছে, অনেকগুলি তালা আবার খোলা অবস্থায় রয়েছে। কিন্তু যে তালাগুলি খোলা অবস্থায় রয়েছে, সেগুলি এমন ভাবেই ডিজ়াইন করা রয়েছে যাতে আপনি একবার দেখার পর বুঝতে না পারেন।
তাই শুধু তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দিয়ে হবে না। আপনার বুদ্ধিমত্তার প্রখর হতে হবে। কোনও জিনিসকে কতটা অন্যরকম ভাবে ভাবতে পারেন আপনি, তাই যাচাই করে নেবে এই ছবি। তবে দ্রুত ছবিটি সমাধান করতে আপনাকে এক দৃষ্টিতে এই ছবির দিকে তাকিয়ে থাকতে হবে। তাহলেই 10 সেকেন্ডের মধ্যে আপনি খোলা তালা খুঁজে পেয়ে যাবেন।
কতগুলি তালা খোলা রয়েছে?
10 সেকেন্ড তো সেই কখন হয়ে গিয়েছে, এখনও খুঁজে পেলেন না। একবার উত্তরটা জেনে গেলে আপনি খুব ভাল করেই বুঝতে পারবেন। এই ছবিতে এতগুলি তালার মধ্যে মাত্র দুটি খোলা অবস্থায় রয়েছে। কিন্তু আপনি যদি এখনও পর্যন্ত সেই খোলা তালা দুটি খুঁজে না পান, তাহলে নীচের ছবিটি দেখে নিন। লাল মার্ক করা অংশটি থেকে আপনি বুঝে যাবেন, কোন দুটি তালা খোলা আছে।
এবার নিশ্চয়ই দেখতে পেয়েছেন, কোন তালা দুটি খোলা ছিল। এই খেলা আপনি যদি রোজ খেলেন, তাহলে আপনার বুদ্ধিমত্তাও বাড়তে বাধ্য।