Optical Illusion: ব্ল্যাক প্যান্থার দেখে পালালেন ফটোগ্রাফার, তার ক্যামেরাটা কোথায় বলুন তো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 04, 2023 | 11:43 AM

উপরের এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি ব্ল্যাক প্যান্থার দেখতে পাচ্ছেন। তবে ছবিতে শুধুই এই প্রাণীটি নেই। রয়েছে একটি ক্যামেরাও। আপনার এক্কেবারে চোখের সামনেই রয়েছে ক্যামেরাটি। কয়েক সেকেন্ডের মধ্যেই তা আপনার খুঁজে পাওয়া কথা। এখন দেখার বিষয়টি এই ধাঁধার সমাধান করতে আপনি কত সময় নেন।

Optical Illusion: ব্ল্যাক প্যান্থার দেখে পালালেন ফটোগ্রাফার, তার ক্যামেরাটা কোথায় বলুন তো
ক্যামেরাটা খুঁজে পেলেন?

Follow Us

অপটিক্যাল ইলিউশন হল এমনই ছবি, যা দীর্ঘক্ষণ আপনাকে মগ্ন করে রাখতে পারে। এই ধরনের ছবিগুলি মূলত তৈরি করা হয় আপার চোখ ও মনকে বিভ্রান্ত করার জন্য। তবে ছবিগুলিকে আপনি একান্তই মজা হিসেবে ধরতে পারেন। যদিও তার কিছু গুণাগুণও রয়েছে। এই ছবিগুলিই আপনার চাক্ষুষ দক্ষতা যেমন পরখ করতে পারে, তেমনই আবার আপনার IQ লেভেলও উন্নত করতে পারে।

অপটিক্যাল ইলিউশনগুলিকে আপনি একরকমের ধাঁধা হিসেবে ধরতে পারেন, ছবির ধাঁধা। ছবিগুলিতে এমনই কিছু লুকিয়ে থাকবে, বা আপনার চোখের সামনেই হয়তো থাকবে, কিন্তু সহজেই তা আপনার নজর এড়িয়ে যাবে। প্রতিদিনই আমরা আপনাদের জন্য এই ধরনের ছবির ধাঁধা নিয়ে আসি। এবারও ঠিক সেরকমই একটা ধাঁধা আপনাদের জন্য নিয়ে এসেছি।

উপরের এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি ব্ল্যাক প্যান্থার দেখতে পাচ্ছেন। তবে ছবিতে শুধুই এই প্রাণীটি নেই। রয়েছে একটি ক্যামেরাও। আপনার এক্কেবারে চোখের সামনেই রয়েছে ক্যামেরাটি। কয়েক সেকেন্ডের মধ্যেই তা আপনার খুঁজে পাওয়া কথা। এখন দেখার বিষয়টি এই ধাঁধার সমাধান করতে আপনি কত সময় নেন।

আমরা আশা করি আপনি এতক্ষণে ক্যামেরাটি খুঁজে পেয়েছেন। তবে আপনি যদি ক্যামেরাটি এখনও দেখতে না পান তাহলেও চিন্তার কোনও কারণ নেই। সঠিক উত্তর জানতে নিচের ছবিটি একবার ভাল করে দেখে নিন।

Next Article