Optical Illusion: কী দেখছেন! আপনার চোখের সামনেই রয়েছে একটা বিড়াল, খুঁজে পেলেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 20, 2023 | 7:23 PM

Viral Optical Illusion: 9 সেকেন্ড সময় আছে আপনার কাছে। তার মধ্যেই বিড়ালটিকে খুঁজে বের করতে হবে আপনাকে। কাজটা খুব একটা সহজ নয়। কারণ, বিড়ালটা এমনই ভাবে ছবিতে রয়েছে সেখান থেকে তাকে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। ছবিটা যদি একটু জ়ুম করেন, তাহলেই নজরে আসতে সেই বিড়ালটা।

Optical Illusion: কী দেখছেন! আপনার চোখের সামনেই রয়েছে একটা বিড়াল, খুঁজে পেলেন?
খুজে পেলেন বিড়ালটাকে?

Follow Us

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন আজকাল মানুষের সময় কাটানোর অন্যতম উপাদান হয়ে গিয়েছে। সারাদিন মানুষের ঝক্কিপূর্ণ কাজের পর প্রত্যেকেই চান বাড়ি ফিরে একটু জিরিয়ে নিতে। অনেকেই চান মাথাটা একটু খাটিয়ে নিতে, আর তার জন্যই সবথেকে সেরা উপায় হল অপটিক্যাল ইলিউশন। আর পাঁচটা ছবির মতো এগুলিও একপ্রকারের ছবি। কিন্তু সেই ছবিতেই এমন কিছু কারসাজি করা থাকে, যা আপনার মস্তিষ্কের সঙ্গে রীতিমতো খেলা করে। আপনাকে অনেক কিছু ভাবাতে পারে। সেই কারসাজি কখনও ফটোগ্রাফারের ক্যামেরায় ফুটে ওঠে, কখনও আবার গ্রাফিক আর্টিস্টের মস্তিষ্কপ্রসূত।

এখন একটা অপটিক্যাল ইলিউশন যেমন আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নেয়। তেমনই আবার সেই ছবি আপনার বুদ্ধিমত্তাও পরখ করে দেখতে পারে। সেরকমই একটা ছবি ফের হাজির হয়েছে আপনাদের জন্য। এটা একটা বাস্তবসম্মত ছবি। এখানে ফটোগ্রাফার ছাড়া দ্বিতীয় আর কারও কোনও অবদান নেই। এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি বড় গাছের গুঁড়ি দেখতে পাচ্ছেন। এই প্রকাণ্ড গাছের গুঁড়ির মধ্যেই রয়েছে ছোট্ট একটি বিড়াল। আপনাকে সেই বিড়ালটিকেই খুঁজে বের করতে হবে।

9 সেকেন্ড সময় আছে আপনার কাছে। তার মধ্যেই বিড়ালটিকে খুঁজে বের করতে হবে আপনাকে। কাজটা খুব একটা সহজ নয়। কারণ, বিড়ালটা এমনই ভাবে ছবিতে রয়েছে সেখান থেকে তাকে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। ছবিটা যদি একটু জ়ুম করেন, তাহলেই নজরে আসতে সেই বিড়ালটা।

একটি বড় গাছের ভাঙা কাণ্ড এই ছবিতে দৃশ্যমান, যার বাকল রুক্ষ। এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন আপনি। ব্যাকগ্রাউন্ডে কিছু ছোট গাছও দেখা যাচ্ছে। এসবের মাঝেই ওই কিউট ছোট্ট বিড়ালটা বসে আছে। যাঁরা এক দেখাতেই ওই বিড়ালটিকে লক্ষ্য করেছেন, তাঁরা বলছেন সেতো চোখের সামনেই ছিল। তবে আপনি যদি এখনও ওই বিড়ালটিকে দেখতে না পান, তাহলে নিচের ছবিটিকে ভাল করে দেখুন।

Next Article