AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Optical Illusion: আপনার দিকে চেয়ে রয়েছে একটি লেপার্ড! তীক্ষ্ণ নজর ছাড়া খুঁজে পাওয়া মুশকিল

Latest Optical Illusion: এই যে ছবিটা দেখছেন, এটি মধ্যপ্রদেশের জঙ্গলের। এখানে একটা লেপার্পড লুকিয়ে রয়েছে। আপনাকে সেই প্রাণীটিকেই খুঁজে বের করতে হবে।

Optical Illusion: আপনার দিকে চেয়ে রয়েছে একটি লেপার্ড! তীক্ষ্ণ নজর ছাড়া খুঁজে পাওয়া মুশকিল
দেখুন তো, লেপার্ডটিকে খুঁজে পান কি না।
| Edited By: | Updated on: Feb 20, 2023 | 11:27 AM
Share

অপ্টিক্যাল ইলিউশন যতই বাস্তবধর্মী হয়, ততই তার সমাধান করাটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আর সেই ছবির ধাঁধাগুলি যত রিয়্যালিস্টিক হবে, সেগুলি ততই কঠিনও হবে। তাই তো আজকাল অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলো এভাবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। কারণ, সেই ছবি বা ছবির ধাঁধাগুলির মধ্যে অন্তর্নিহিত এমনই কিছু থাকছে যা মানুষকে অনেকক্ষণ বসিয়ে রাখছে। বাচ্চা থেকে বুড়ো সকলকে অনেকক্ষণ ভাবাচ্ছে। অনেকেই হয়তো জানেন না যে, প্রতিদিন যদি যত্ন সহকারে ছবির ধাঁধাগুলি সমাধান করতে পারেন, তাহলে আপনার IQ লেভেল বাড়তে পারে। বিশেষজ্ঞদের দাবি কিন্তু তেমনই। তবে, IQ লেভেল বাড়ানোর এটাই একমাত্র উপায় নয়। আরও একাধিক পদ্ধতি রয়েছে।

অপ্টিক্যাল ইলিউশনগুলো যখন এতটাই মনোগ্রাহী, তখন তা যত বেশি করবেন, ততই নিজেকে একটু অন্যভাবে ভাবাতে পারবেন। তার কারণ, এখন আর অন্যভাবে ভাবার বা ভাবানোর কোনও উপায় বা অস্ত্র এ মানবসমাজের কাছে সেভাবে নেই। আজ আপনাদের জন্য এমনই একটা অপ্টিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি, যা অনেকটাই বাস্তবধর্মী। ছবিতে এই যে জঙ্গল দেখছেন, তা যে শুধুই ফাঁকা একটা জায়গা তা নয়। এই জঙ্গলেই লুকিয়ে রয়েছে একটি লেপার্ড। মাত্র 10 সেকেন্ডের মাথায় আপনাকে ছবি থেকে একটি লেপার্ড খুঁজে বের করতে হবে। চ্যালেঞ্জটা অ্যাক্সেপ্ট করবেন নাকি?

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ছবিটি মধ্যপ্রদেশের একটি জঙ্গলের। লেপার্ডটি এই ছবিতে এমনই এক অবস্থানে লুকিয়ে রয়েছে, যার জন্য তাকে খুঁজে পাওয়ার কাজটি সত্যি দুষ্কর। একমাত্র তীক্ষ্ণ নজর ছাড়া এই ছবি থেকে লেপার্ডটিকে খুঁজে পাওয়া মুশকিল। যদি আপনি মাত্র 5 সেকেন্ডের মধ্যেই এই ছবি থেকে লেপার্ডটিকে খুঁজে পান, তাহলে বলতে হয় আপনার নজর বীরবলের মতো।

এখনও খুঁজে পেলেন না লেপার্ডটিকে? তাহলে আসুন এবার কয়েকটা হিন্ট দিই। ছবিটির ঠিক ডানদিক ঘেঁষে রয়েছে ওই বাঘটি। আর এমনই ভাবে রুক্ষ্ম জঙ্গলের রঙের সঙ্গে তার রং মিশে গিয়েছে যে, লেপার্ডটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার নীচের ছবিটা দেখলে পরিষ্কার হয়ে যাবে, কোথায় লেপার্ডটি ছিল।

Leopard Optical Illusion

চিহ্নিত অংশটা দেখে নিশ্চয়ই লেপার্ডটি কোথায় ছিল বুঝতে পেরেছেন। 5 বা 10 সেকেন্ডের মধ্যে কি খুঁজে পেয়েছিলেন? তাহলে সত্যিই আপনাকে জিনিয়াস বলতে হয়।