Latest Optical Illusion: এই ছবিটা একবার ভাল করে দেখুন তো। মনযোগ সহকারে একবার দেখুন। গাছ-গাছালি ছাড়া আর কিছু দেখতে পেলেন? সত্যিই তো একটা জঙ্গলে গাছপালা ছাড়া আর কী-ই বা দেখবেন! কিন্তু জঙ্গলে কি আর কিছু থাকে না? জঙ্গলেই তো সব পশু-প্রাণীদের বাস, তাদের অবাধ বিচরণক্ষেত্র। তাহলে এই ছবিতেও কি কোনও পশু রয়েছে? হ্যাঁ, রয়েছে। আপনার চোখের সামনেই সে রয়েছে। তারপরেও আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। আসলে জঙ্গলের এই ছবিটা একটা অপটিক্যাল ইলিউশন। প্রকাণ্ড গাছ-গাছালির মধ্যেই রয়েছে একটা বাঁদর। এবার বলুন, খুঁজে পেয়েছেন সেই প্রাণীটাকে?
@nehaa_sinha নামের এক মহিলা টুইটারে এই ছবিটি পোস্ট করেছেন। তিনিও বলে দেননি, ছবিতে আসলে কোন প্রাণী রয়েছে। শুধু বলেছেন, ‘আপনি কি তাকে দেখতে পাচ্ছেন? ভাল করে একবার তাকিয়ে থাকুন।’ ব্যস! তাতেই সোশ্যাল মিডিয়ায় খোঁজ খোঁজ রব উঠেছে। সকলেই প্রাণীটিকে খোঁজার আপ্রাণ চেষ্টা করে চলেছেন, কিন্তু কেউই পারছেন না। প্রচুর মানুষ এই ছবিতে লাইক করেছেন। অগুনতি কমেন্ট জমা হয়েছে টুইটার পোস্টটির কমেন্ট সেকশনে।
আসলে নেহা দুটি ছবি পোস্ট করেছেন। আর দুটি পাশাপাশিই জঙ্গলের একটা দূর থেকে নেওয়া, আর একটা ক্লোজ়আপ শট। দূর থেকে তোলা ছবিতে আপনি প্রাণীটিকে দেখতে পাবেন না ঠিকই। কিন্তু যে ক্লোজ়আপ শটটি রয়েছে, তাতে আপনি বাঁদরটিকে দেখতে পাবেন।
গাছের ডালে বাঁদরটি বসে রয়েছে। সেই গাছটিও খুব একটা দূরবর্তী স্থানে নেই। আপনি যদি এখনও না খুঁজে পান, তাহলে নিচের ছবিটি একবার দেখে নিন।