Optical Illusion: গোয়েন্দার মতো নজর আপনার? এত মানুষের মধ্যে একটা পান্ডাকে খুঁজে বের করতে পারবেন?
Find A Panda Optical Illusion: এই সাদা কালো মনোক্রোম মোডের ছবিতে একটি পান্ডাও রয়েছে। এত মানুষের মধ্যে থেকে আপনাকে সেই পান্ডাটিকেই খুঁজে বের করতে হবে। তার জন্য আপনি সময় পাবেন মাত্র 7 সেকেন্ড।
কিছু ছবি আছে, যেগুলি আপনার সঙ্গে চালাকি করে। আপনার মস্তিষ্ককে অন্যভাবে ভাবানোর রাস্তা দেখায়। কীভাবে আপনি কোনও জিনিস উপলব্ধি করছেন, সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ জানায়। সেই ছবিগুলি আসলে একপ্রকার ধাঁধা, পোশাকি ভাষায় যার নাম ‘অপ্টিক্যাল ইলিউশন’। মূলত, তিন ধরনের অপ্টিক্যাল রয়েছে- জ্ঞানীয়, শারীরবৃত্তীয় এবং আক্ষরিক। একটা নির্দিষ্ট সময়ের জন্য একজন দর্শকের মনোযোগ কেড়ে নেওয়ার এবং তা দীর্ঘ সময় ধরে রাখার ক্ষমতা রয়েছে এই ছবিগুলির মধ্যে। গবেষকরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে তা অধ্যয়নের জন্য এই ছবির ধাঁধাগুলি দুর্দান্ত সম্পদ। মনোবিশ্লেষণের ক্ষেত্রেও বিজ্ঞানীরা এই পদ্ধতি ব্যবহার করেছেন। তার থেকেও বড় কথা হল মানুষ এই ইলিউশনগুলি প্র্যাক্টিস করে ব্যাপকভাবে উপকৃত হতে পারেন। এতে তাঁদের জ্ঞানীয় ক্ষমতা এবং পর্যবেক্ষণ দক্ষতা বাড়তে পারে।
আপনার পর্যবেক্ষণ দক্ষতা কি খুব ভাল? তার পরীক্ষা নেবে নীচের এই ছবিটা। 1978 সালে এই ছবিটি তুলেছিলেন ট্রেসি লিন হাইটচিউ। এই ছবিতে আপনি কেবলই সারি সারি মানুষের মাথা দেখতে পাবেন। কেউ হাসছেন, কারও বা মুখে হাসি নেই, এমন নানা অভিব্যক্তির পুরষ ও মহিলারা রয়েছেন সাদা কালো এই ছবিতে। তবে ছবিটি থেকে আপনি আরও কিছু মিস করে যাচ্ছেন? সেটাই তো আপনাকে খুঁজে বের করতে হবে।
এই সাদা কালো মনোক্রোম মোডের ছবিতে একটি পান্ডাও রয়েছে। এত মানুষের মধ্যে থেকে আপনাকে সেই পান্ডাটিকেই খুঁজে বের করতে হবে। তার জন্য আপনি সময় পাবেন মাত্র 7 সেকেন্ড। তবে ছবিটিতে পান্ডাটি এমন ভাবেই মিশে গিয়েছে যে, এত মানুষের মধ্যে থেকে তাকে খুঁজে বের করা কঠিন। তবে, তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা নির্দিষ্ট এই সময়সীমার মধ্যেই পান্ডাটিকে খুঁজে বের করতে সক্ষম হবেন।
খুব ভাল করে খুঁটিয়ে ছবিটা একবার দেখুন। এমন কিছু কি লক্ষ্য করতে পারলেন, যা দেখে আপনার পান্ডা মনে হচ্ছে? সময় কিন্তু প্রায় শেষ। আমরা আশা করছি, আপনাদের মধ্যে এমন অন্তত কেউ আছেন, যাঁরা উজ্জ্বল এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ দক্ষতার সঙ্গে পান্ডাটিকে চিহ্নিত করতে সফল হয়েছেন। যদিও আপনাদের মধ্যে কেউ কেউ এখনও সেই পান্ডাটিকে খুঁজে চলেছেন। এখনও যদি প্রাণীটিকে দেখতে না পান, তাহলে নীচের ছবিটি দেখে নিন।
ছবির ঠিক ডানদিকে একটা জায়গায় রয়েছে পান্ডাটি। চশমা পরিহিত এক ব্যক্তি এবং এক মহিলার মাঝখানে স্যান্ডউইচ হয়ে গিয়েছে সে। আপনার যাতে খুঁজে পেতে সুবিধা হয়, তাই পান্ডাটি ছবিতে যেখানে রয়েছে, সেই অংশটা লাল মার্ক করে রাখা হল।