
Latest Optical Illusion: মন আর মস্তিষ্ককে সতেজ ও সক্রিয় রাখতে যত রকমের খেলা আছে, তার সবই আপনার জানা উচিত। নিয়মিত অনুশীলন করা উচিত সেই রকম খেলাগুলি। সোশ্যাল মিডিয়ায় সেরকমই এক পরিচিত খেলার নাম অপটিক্যাল ইলিউশন। এই ছবিগুলিকে এক ধরনের ধাঁধা বলতে পারেন। এই ধরনের ধাঁধা আপনার পর্যবেক্ষণ দক্ষতা যেমন বাড়াতে পারে, তেমনই আবার মেধা বাড়ানোর কাজও করতে পারে। শুধু তাই নয়। ছবির ধাঁধগুলির সমাধানে আপনার যুক্তিও আগের থেকে অনেকটাই পরিণত হয়।
সেই কথাটা মাথায় রেখে আমরা প্রতিদিনই আপনাদের জন্য বিভিন্ন রকমের ধাঁধা, কুইজ় নিয়ে আসি। আজও ফের সেরকমই একটা অপটিক্যাল ইলিউশন নিয়ে এসেছি আমরা। ছবিটা দেখে আপনি বিভ্রান্ত হতে পারেন। প্রাথমিক ভাবে ছবিটা দেখে তার বিষয়বস্তু আপনার কাছে পরিষ্কার নাও হতে পারে।
ছবিতে একটি কেন্দ্রবিন্দু থেকে একাধিক বক্ররেখাকে বিস্তৃত হতে দেখা গিয়েছে। কিন্তু সেখানেই কিছু একটা লুকিয়ে রয়েছে। কী লুকিয়ে রয়েছে? আসলে এই ছবিতেই রয়েছে দুটো নম্বর। আপনাকে সেই নম্বর দুটোকেই খুঁজে বের করতে হবে। মাত্র 10 সেকেন্ডের মধ্যেই এই ছবি থেকে আপনি নম্বরটি খুঁজে বের করতে পারবেন?
খুব সহজে বলতে গেলে এই ছবিটা হল একপ্রকারের জ়িগজ়্যাগ প্যাটার্ন। এটা দেখলে আপনার একরকম ম্যাজিকও মনে হতে পারে। এক্কেবারেই কোনও সাধারণ ছবি এটি নয়। এখন এই ছবি থেকেই আপনি যদি দ্রুত নম্বর খুঁজে পেয়ে যান, তাহলে বুঝতে হবে আপনার মন ও মস্তিষ্ক খুব দ্রুত কাজ করে। আর যদি এখনও তা খুঁজে না পান, তাহলে নিচের ছবিটা দেখুন।