Optical Illusion: অনেক অঙ্ক মিলিয়ে তৈরি হয়েছে এই মহিলার মুখ, বলুন তো ছবিতে কতগুলি সংখ্যা রয়েছে?

Optical Illusion Today: 0 থেকে 9 পর্যন্ত কিছু সংখ্যা যোগ করে তৈরি করা এই ছবিটি ভাল করে দেখুন। তারপর একে একে আপনি সেই সংখ্যাগুলো বের করে আলাদা করুন যেগুলো এতে ব্যবহৃত হয়েছে। ধরতে পারলেন, কোন-কোন নম্বর এই ছবিতে রয়েছে? আরও একবার ভাল করে খুঁটিয়ে দেখুন তো!

Optical Illusion: অনেক অঙ্ক মিলিয়ে তৈরি হয়েছে এই মহিলার মুখ, বলুন তো ছবিতে কতগুলি সংখ্যা রয়েছে?
বলুন তো ছবিতে কোন কোন সংখ্যা লুকিয়ে আছে?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 8:57 PM

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের সমাধান করা চাট্টিখানি কথা নয়! এই মায়াবী ছবিগুলিতে লুকিয়ে থাকা ধাঁধার পানে মানুষ ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতে পারেন। যা করেই হোক, সেই ছবির ধাঁধার সমাধান করতে হবে। অপটিক্যাল ইলিউশন কিন্তু আজকের বিষয় নয়। দীর্ঘ দিন ধরেই এই ধরনের ছবিগুলির সমাধান করার রীতি চলে আসছে। তার থেকেও বড় কথা হল, ছবিগুলি আপনার বুদ্ধিকে শাণিত করার কাজেও লাগতে পারে। সেরকমই একটা ছবির বিভ্রম আপনাদের জন্য নিয়ে এসেছি। সেখানে রয়েছে নম্বরের খেলা। ঠিক কতগুলি নম্বর সেই ছবিতে রয়েছে, আপনাকে সেই সংখ্যাগুলিই খুঁজে বের করতে হবে।

এই ছবিটাকে প্রকৃত অর্থেই একটা খেলা বলতে পারেন। তবে সেই খেলা শুরু করার আগ আপনাকে ছবিটা একবার ভাল করে দেখে নিতে হবে। ছবিটি খুবই সৃজনশীল পদ্ধতিতে তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে এই ছবিটি দেখার পরে আপনার মনে হতে পারে এটি একটি মহিলার মুখ। কিন্তু আরও একটু খুঁটিয়ে যখন ছবিটি দেখবেন, তখন খেয়াল করবেন তাতে বেশ কিছু সংখ্যার খেলা রয়েছে।

0 থেকে 9 পর্যন্ত কিছু সংখ্যা যোগ করে তৈরি করা এই ছবিটি ভাল করে দেখুন। তারপর একে একে আপনি সেই সংখ্যাগুলো বের করে আলাদা করুন যেগুলো এতে ব্যবহৃত হয়েছে। ধরতে পারলেন, কোন-কোন নম্বর এই ছবিতে রয়েছে? আরও একবার ভাল করে খুঁটিয়ে দেখুন তো!

আশা করছি, এই ছবিতে নিশ্চয়ই আপনি সমস্ত সংখ্যা দেখতে পেয়েছেন। কঠিন চ্যালেঞ্জটির যদি সমাধান করতে পারেন, তাহল বুঝতে হয় আপনার দৃষ্টিভঙ্গি তীক্ষ্ণ এবং প্রখর বুদ্ধিমত্তাও রয়েছে আপনার। এখনও আপনি যদি উত্তরটা ধরতে না পারেন, তাহলে সঠিক উত্তর খুঁজে বের করতে সাহায্য করব আমরা। উত্তরটা খুবই সহজ, সংখ্যাগুলি হল 0,1,2,3,5,9,7,8 এবং 9। বুঝতে অসুবিধা হলে নিচের ছবিটার দিকে একবার ভাল করে তাকিয়ে থাকুন।

Optical Illusion Latest