Optical Illusion: প্রথমে যে প্রাণীটি দেখবেন, তা বলবে আপনি ডান নাকি বাম মস্তিষ্কের মানুষ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 05, 2023 | 12:47 PM

Personality Test Optical Illusion: ছবিটা খুব ভাল করে খুঁটিয়ে একবার দেখুন। আপনি প্রথমে যে প্রাণীটাকে দেখছেন, তাই বলবে আপনি ডান বা বাম দুটোর মধ্যে কোন মস্তিষ্ককে কাজে লাগান।

Optical Illusion: প্রথমে যে প্রাণীটি দেখবেন, তা বলবে আপনি ডান নাকি বাম মস্তিষ্কের মানুষ
খুব ভাল করে ছবিটা একবার দেখুন।

Follow Us

Personality Test: মানবদেহের সবথেকে জটিল অঙ্গ হল মানুষের মস্তিষ্ক। এর সাহায্যে মানুষ যে শুধুই চিন্তা করেন তা নয়, যাবতীয় শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের জন্যও দায়ী এই অঙ্গ। মানুষের মস্তিষ্ক দু’ভাগে বিভক্ত— ডান এবং বাম মস্তিষ্ক। মানবব্রেনের এক-একটা এলাকা, এক-একটা নির্দিষ্ট কাজ করে থাকে। তবে সে যাই হোক না কেন, শেষমেশ যে কোনও ভাবনাচিন্তার জন্য মস্তিষ্ক পুরোটাই কাজে লাগায়। মস্তিষ্কের দুটি দিক একই রকম, তবে তারা ভিন্ন-ভিন্ন কাজের জন্য কীভাবে প্রতিক্রিয়া জানায়, তার একটা বিশাল পার্থক্য রয়েছে। তার জন্য সাধারণ তত্ত্বটি হল, মস্তিষ্কের এক দিক অন্যটির থেকে অনেকটাই বেশি প্রভাবশালী এবং তা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে। তাই, আপনি ডান বা বাম মস্তিষ্কের মানুষ হতে পারেন। কিন্তু নির্দিষ্ট করে আপনি কোন মস্তিষ্কের মানুষ, তা যাচাই করে নিতে পারেন এই ছবিটি থেকে। ছবিতে প্রথমে আপনার নজরে যা আসবে, তা বলে দেবে ভাবনাচিন্তার জন্য আপনি কোন মস্তিষ্ককে কাজে লাগান।

ডান নাকি বাম, কোন মস্তিষ্ক দিয়ে ভাবেন?

এই যে অপটিক্যাল ইলিউশনটি আপনি দেখছেন, তা নির্ধারণ করবে আপনি ডান নাকি বাম মস্তিষ্কের মানুষ। তার থেকেও বড় কথা হল, সেখান থেকে বোঝা যেতে পারে আপনি কেমনতর মানুষ। তাই সর্বাগ্রে ছবিটা খুব ভাল করে খুঁটিয়ে একবার দেখুন। কারণ, আপাতদৃষ্টিতে এই ছবি থেকে আপনি একটি বাঁদরকে দেখতে পাবেন। আদতে কিন্তু তা নয়। এই ছবিতে রয়েছে আরও একটি প্রাণী। তবে আপনি প্রথমে যে প্রাণীটাকে দেখছেন, তাই বলবে আপনি ডান বা বাম দুটোর মধ্যে কোন মস্তিষ্ককে কাজে লাগান।

যদি বাঁদর দেখতে পান

এই ছবিতে আপনি যদি প্রথমে গাছে একটি বাঁদরকে ঝুলে থাকতে দেখেন, তাহলে তার অর্থ হল আপনার মস্তিষ্কের ডানের তুলনায় বাম হেমিস্ফেয়ার বা গোলার্ধ বেশি সক্রিয়। মস্তিষ্কের ডান দিকের অংশটিকে অ্যানালগও বলা হয়। এখন আপনাকে জেনে নিতে হবে যে, ডান দিকে মস্তিষ্ক যাঁদের বেশি সক্রিয়, তাঁরা আসলে কেমন মানুষ।

ডান মস্তিষ্ক সক্রিয়, আপনি কেমন মানুষ

ডান মস্তিষ্কের মানুষজন খুব বেশি ক্রিয়েটিভ এবং আর্টিস্টিক হন। সংখ্যাগরিষ্ঠের মতামতের চেয়ে আপনি বেশি প্রাধান্য দেন, আপনার অন্তর্দৃষ্টির ব্যাপারে। সবাই যা বলছে, করছে, আপনি তাতে বেশি কর্ণপাত করেন না। শেষ পর্যন্ত আপনি কী ভাবছেন, সেটাই আপনার কাছে বেশি প্রাধান্যের। আপনার কল্পনাশক্তি খুবই শক্তিশালী, তার উপরেই আপনি বেশি ভরসা করেন। কিন্তু এমনটা করতে গিয়ে আপনি কখনও আবার দিবাস্বপ্নও দেখতে পারেন! পাশাপাশি আপনি মানুষজনের বডি ল্যাঙ্গুয়েজও খুব ভাল করে পড়তে পারেন।

যদি বাঘ দেখতে পান

এই ছবিতে যদি বাঁদরের পরিবর্তে প্রথমেই একটা বাঘ দেখতে পান, তাহলে বুঝতে হয় আপনার ব্রেনের বাঁ দিকেই হেমিস্ফেয়ার বেশি সক্রিয় থাকে ডান ব্রেনের তুলনায়। বাম মস্তিষ্ককে অনেক সময় ডিজিটাল ব্রেনও বলা হয়। এখন যদি বাম ব্রেন বেশি কাজে লাগান, তাহলে কেমন মানুষ আপনি, তা-ও আপনাকে জানতে হবে।

বাম মস্তিষ্ক বেশি সক্রিয়, কেমন মানুষ আপনি

চিন্তাভাবনার ক্ষেত্রে বেশিরভাগ সময়েই আপনি বিশ্লেষণাত্মক এবং মেথডিক্যাল। আপনি যা অনুভব করেন, তা প্রকাশ করতে পছন্দ করেন এবং কমিউনিকেশনের ব্যাপারে আপনি এক্কেবারে একবগ্গা ব্যক্তি। মিস কমিউনিকেশন আপনার নপসন্দ! কর্মক্ষেত্র হোক বা আপনার ব্যক্তিগত জীবন, ছোট-বড় যে কোনও ক্ষেত্রে আপনি যুক্তির উপরে বেশি বিশ্বাস করেন। আপনি সত্যে বিশ্বাসী, ‘সত্যমেব জয়তে’ আপনার জীবনের মূল মন্ত্র। জটিল পরিস্থিতিগুলিকে বোঝার বিশেষ ক্ষমতা রয়েছে আপনার মধ্যে, ক্রনোলজির ভিত্তিতে আপনি সেগুলিকে বিশ্লেষণ করতে ভালবাসেন।

Next Article