Optical Illusion: বন্ধুর জন্মদিনে এসে বাচ্চাটি উপহার হারিয়ে ফেলেছে, তার মন ভাল করতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 26, 2023 | 7:11 PM

Brain Teaser: এখানে আপনাকে একটি বাচ্চাকে সাহায্য করতে হবে। বাচ্চাটি তার বন্ধুর বার্থ ডে পার্টিতে এসেছে। কিন্তু বন্ধুর জন্মদিনে সে যে উপহারটি নিয়ে এসেছিল, তা হারিয়ে গিয়েছে। আপনাকে সেই উপহারটিই খুঁজে বের করতে হবে এবং বাচ্চাটির চিন্তা দূর করতে হবে।

Optical Illusion: বন্ধুর জন্মদিনে এসে বাচ্চাটি উপহার হারিয়ে ফেলেছে, তার মন ভাল করতে পারবেন?
উপহারটা কোথায় গেল বলুন তো?

Follow Us

Latest Optical Illusion: মন ভাল রাখতে, আর মস্তিষ্ক সতেজ রাখতে অপটিক্য়াল ইলিউশনের থেকে ভাল কুইজ় আর কিছু হতে পারে না। এই ধরনের ছবিগুলিকে একপ্রকারের ধাঁধাও বলতে পারেন। সেই ধাঁধার সমাধান করা সত্যিই মজাদার। তাই তো আট থেকে আশি একটা ছবির ধাঁধা পেলেই তার সমাধান করতে মশগুল হয়ে থাকেন। তবে এই ধাঁধাগুলির সমাধানে প্রয়োজন তীক্ষ্ণ মস্তিষ্ক এবং প্রখর দৃষ্টি। কারণ, একটা ছবির মধ্যে এমনই কিছু লুকিয়ে থাকে, যা আপাতভাবে আপনার নজর এড়িয়ে যায়। সেই জিনিসটাই খুঁজে বের করা হল বড় চ্যালেঞ্জ।

সেরকমই একটা ছবি ফের হাজির হয়েছে আপনাদের জন্য। এখানে আপনাকে একটি বাচ্চাকে সাহায্য করতে হবে। বাচ্চাটি তার বন্ধুর বার্থ ডে পার্টিতে এসেছে। কিন্তু বন্ধুর জন্মদিনে সে যে উপহারটি নিয়ে এসেছিল, তা হারিয়ে গিয়েছে। আপনাকে সেই উপহারটিই খুঁজে বের করতে হবে এবং বাচ্চাটির চিন্তা দূর করতে হবে।

উপরের রঙিন ছবিটি দেখলেই আপনি বুঝতে পারবেন, ছবিটি একটি জন্মদিন উদযাপনের। এখানে বাচ্চাটির বন্ধুকে একসঙ্গে দেখা গিয়েছে। টেবিলে রয়েছে একটি কেক, সেই কেকটি গুচ্ছের মোমবাতি দিয়ে সজ্জিত। সকলেই এখানে এতটা আনন্দিত যে, তার ছাপ তাদের চোখে-মুখে স্পষ্ট। কিন্তু আনন্দিত সেই বাচ্চাদেরই একজন একটু মন মরা। কেন তার মন খারাপ, সে খবর তো জানালাম আমরা। এবার আপনাকেই উপহারটি খুঁজে দিতে হবে।

এবার কিন্তু সময় শেষ। এর থেকে বেশি সময় আর দেওয়া যাবে না। আপনি যদি খুঁজে না পান, তাহলে ছোট্ট একটা হিন্ট দিই। ছবির মধ্যেই রয়েছে উপহারটি, আপনাকে এদিক-সেদিক তাকাতে হবে না। প্রতিভাবান মানুষজন খুব সহজেই এই ছবি থেকে হারিয়ে যাওয়ার উপহারটি খুঁজে পাবেন। আপনি এখনও পর্যন্ত তা দেখতে না পেলে নিচের ছবিটা একবার ভাল করে দেখে নিন।

Next Article