Latest Optical Illusion: এই ইন্টারনেটে গল্প, ছবি ও ভিডিয়োর বিপুল সম্ভার। আর তার সবই আপনাকে অবাক করে, হতচকিতও করে। ইদানিং, অপটিক্যাল ইলিউশনের ছবিগুলিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। অপটিক্যাল ইলিউশনের ছবি মানে একপ্রকারের ধাঁধা, যার সমাধান সূত্র বের করতে আপনাকে অনেক কাঠখড়ই পোড়াতে হতে পারে। আপনি দেখবেন এক, ভাববেন আর এক, শেষ পর্যন্ত সেই ছবিতে বেরোবে অন্য কিছু। সেরকমই একটা ছবি হাজির হয়েছে আপনার জন্য। আপাত দৃষ্টিতে ছবিটি দেখার পর আপনার মনে হতে পারে, একটি স্তম্ভের উপরে পাখি বসে রয়েছে। কিন্তু আদতে তা নয়। ছবিতে অন্য কিছুই রয়েছে। ভাল করে দেখে বলুন, কী রয়েছে এখানে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এ ছবিটি শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “এটা কোনও পাখি নয়। ভাল করে ছবিটা আর একবার দেখুন।” ছবিতে একটা পাখি দেখা যাচ্ছে ঠিকই। কিন্তু তা সত্যিই কোনও প্রাণী নয়। মন দিয়ে নাগাড়ে যদি কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন আসল সত্যিটা।
কী, ধরতে পারলেন? বুঝতে পারলেন, কী রয়েছে ওই ছবিতে? এখনও যদি বুঝতে না পারেন, তাহলে উত্তরটা বলেই দিই। ছবিতে সত্যিই কোনও পাখি নেই। আসলে, এখানে এক ব্যক্তি শুয়ে আছেন। আপনার অবিশ্বাস্যও মনে হতে পারে। কিন্তু, আপনি যদি ভাল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন, সারা শরীর রং করে একটি স্তম্ভের উপর বসে রয়েছেন এক ব্যক্তি।
This is not a bird. Look again.
by u/EndersGame_Reviewer in opticalillusions
মাত্র তিন দিন আগেই রেডিটে এই ছবিটা পোস্ট করা হয়েছে। তার পর থেকে এখনও পর্যন্ত প্রায় 300-র কাছাকাছি আপভোট পেয়েছে ছবিটি। বহু মানুষ এই ছবিতে কমেন্টও করেছেন। একজন লিখছেন, “আমি প্রায় মিনিট দশেক ধরে তাকানোর পর বুঝতে পারি, ছবিতে কী আছে।” আর একজন যোগ করেছেন, “এখানে আসলে যে কী রয়েছে, তা বোঝার জন্য আমাকে ছবিটা অনেক বড় করতে হয়েছিল।” তৃতীয় জনের মন্তব্য, “যখন বুঝতে পারলাম এটা পাখি নয়, একটা মানুষ এভাবে বসে আছেন, আমার মাথাটা ঘুরে গিয়েছিল।”