Optical Illusion: 2 সেকেন্ডে এই ছবি থেকে দুটি প্রাণী খুঁজে বের করতে হবে, ক্ষুরধার বুদ্ধি থাকলেই সম্ভব

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 08, 2023 | 1:20 PM

Optical Illusion Spot Two Animals: আপাত দৃষ্টিতে এই ছবিটায় আপনি একটা প্রাণী দেখতে পাবেন। আদতে কিন্তু ছবিতে আরও একটা প্রাণী রয়েছে। সেই প্রাণীটিকেই কেউ খুঁজে পাচ্ছেন না। আপনাকে মাত্র দুই সেকেন্ডের মধ্যে ছবিটি থেকে সেই দুটি প্রাণীকেই খুঁজে বের করতে হবে।

Optical Illusion: 2 সেকেন্ডে এই ছবি থেকে দুটি প্রাণী খুঁজে বের করতে হবে, ক্ষুরধার বুদ্ধি থাকলেই সম্ভব
একটা নয়, দুটো প্রাণী রয়েছে ছবিতে।

Follow Us

Spot Two Animals: কতটা বুদ্ধিমান আপনি, তা পরখ করার একাধিক পদ্ধতি রয়েছে। তবে হালফিলে মানুষের বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়ার সবথেকে ভাল প্রক্রিয়া হল অপটিক্যাল ইলিউশন। যদিও এই প্রথা আগেকার দিনেও ব্যবহৃত হত। কিন্তু তখন তার পোশাকি নাম অপটিক্যাল ইলিউশন ছিল না। অনেক সময় আমরা যা দেখি, তা বাস্তব থেকে অনেকটাই দূরে থাকতে পারে। তবে তা নির্ভর করবে আপনি কীভাবে সেটিকে দেখছেন, অর্থাৎ আপনার চাক্ষুষ উপলব্ধির উপরে। অনেক সময় আবার এমনও হতে পারে যে, একটা ছবিতে আপনি যা দেখলেন, অন্যরা তার সম্পূর্ণ আলাদা কিছু দেখলেন। এই ছবিগুলিকেই তো অপটিক্যাল ইলিউশন বলা হয়। এই ধরনের ছবির ধাঁধাগুলির সমাধান করতে আপনাকে খুবই মনোযোগ সহকারে ফোকাস করতে হবে এবং আপনার একাগ্রতার শক্তিও হতে হবে অনন্য।

এই যে ছবিটা দেখছেন, ইন্টারনেটে সম্প্রতি তা খুব ভাইরাল হয়েছে। কিন্তু নেটিজ়েনরা এই ছবি দেখার পর একটু বিভ্রান্ত। আর তার কারণও রয়েছে। আপাত দৃষ্টিতে এই ছবিটায় আপনি একটা প্রাণী দেখতে পাবেন। আদতে কিন্তু ছবিতে আরও একটা প্রাণী রয়েছে। সেই প্রাণীটিকেই কেউ খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ এই ছবিতে একটা নয়, দুটো প্রাণী রয়েছে। আপনাকে মাত্র দুই সেকেন্ডের মধ্যে ছবিটি থেকে সেই দুটি প্রাণীকেই খুঁজে বের করতে হবে। ক্ষুরধার বুদ্ধি এবং প্রচণ্ড শক্তিশালী পর্যবেক্ষণ ক্ষমতা থাকলেই আপনি ছবিটি থেকে দুটি প্রাণী খুব অল্প সময়ের মধ্যেই খুঁজে পাবেন।

কী দেখতে পাচ্ছেন ছবিতে?

উপরের এই ছবিটি খুবই সাধারণ একটি পেইন্টিং। কমলা-লাল ব্যাকগ্রাউন্ডে তৈরি করা হয়েছে ছবিটি। ছবিটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে, এতে একটি প্রাণী রয়েছে। কিন্তু একটা নয়, দুটো প্রাণী রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেছেন, ছবিটিতে একটি হরিণ রয়েছে। সত্যিই কি তাই? দ্রুত যে কোনও সমস্যা সমাধান করার দক্ষতা এবং পর্যবেক্ষণ ক্ষমতার মাধ্যমেই আপনি ছবিটি থেকে দুটি প্রাণী খুব অল্প সময়ের মধ্যে খুঁজে পেয়ে যাবেন। উত্তর খুঁজতে ছবিটার দিকে ভাল করে তাকিয়ে থাকুন।

এখনও খুঁজে পেলেন না?

দুই সেকেন্ডে কিন্তু হয়ে গিয়েছে। এখনও খুঁজে পাননি এই ছবিতে কোন কোন প্রাণী রয়েছে? তাহলে জেনে নিন, যাঁরা এতক্ষণ ধরে ভাবছিলেন যে ছবিতে একটি হরিণ রয়েছে, তাঁরা কিন্তু এক্কেবারে ভুল ভাবছেন। তাহলে কোন, কোন প্রাণী রয়েছে এই ছবিতে? এখনও যদি ধরতে না পারেন, তাহলে নীচের ছবিটি দেখে নিন।

এবার বুঝলেন?

ছবিতে দুটি প্রাণী রয়েছে। তার একটি গাধা (Donkey) এবং অপরটি সিল (Seal)। আপনি যদি ছবিতে উপরের অংশটা ভাল করে খেয়াল করেন, তাহলে গাধা দেখতে পাবেন। আর যদি একচু নীচের দিকে গাধাটির মুখের দিকে তাকান, তাহলে আপনার নজরে আসবে একটি সিল।

Next Article