Viral Video: ভিড়ে ঠাসা ট্রেনের জেনারেল বগি, বার্থ বেয়ে-বেয়ে টয়লেটের উদ্দেশ্যে যাত্রী, দেখুন ভিডিয়ো
Viral Video Today: ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে গত 6 মে, দেবগিরি এক্সপ্রেসে (Devagiri Express)। সদ্য তা ভাইরাল হয়েছে চূড়ান্ত। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে ওয়াশরুমে পৌঁছতে উপচে পড়া ভিড়ে ট্রেনের বগির বার্থ দিয়ে একপ্রকার কৌশল করে পৌঁছে যেতে বাধ্য করা হয়েছিল। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
Latest Viral Video: আমরা যাঁরা ট্রেনে করে যাতায়াত করি, তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে জেনারেল বগিতে কীরকম ভিড় থাকে। সম্প্রতি একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে, যেখানে ট্রেনের জেনারেল বগিতে (General Compartment) এক ব্যক্তিকে টয়লেট যেতে কঠিন কসরত করতে হচ্ছে। সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ভিডিয়োটি রেকর্ড করা হয়েছে গত 6 মে, দেবগিরি এক্সপ্রেসে (Devagiri Express)। সদ্য তা ভাইরাল হয়েছে চূড়ান্ত। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তিকে ওয়াশরুমে পৌঁছতে উপচে পড়া ভিড়ে ট্রেনের বগির বার্থ দিয়ে একপ্রকার কৌশল করে পৌঁছে যেতে বাধ্য করা হয়েছিল। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
অভিজিৎ ডিপকে নামের এক ব্যবহারকারী ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। এর মধ্যেই 1 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। গত 6 মে অভিজিতের এক ভাই ঔরঙ্গাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন। তাঁর ভাইয়ের এক বন্ধু ভিডিয়োটি রেকর্ড করেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ভিডিয়োটি তোলা হয়েছিল দুপুর 2টোর সময়। সেই সময় জেনারেল বগি যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। পরিস্থিতি এমনই পর্যায় পৌঁছে গিয়েছিল যে, ট্রেনের মেঝেতেই বসে থাকতে হয়েছিল বহু যাত্রীকে।
Got this video from my cousin who was travelling in Railway.
Here is his friend trying to make his way to the toilet. @RailMinIndia, thank you for transforming train journey into an adventure sport. pic.twitter.com/3fuHdXWS2A
— Abhijeet Dipke (@abhijeet_dipke) June 18, 2023
ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমার ভাইয়ের কাছ থেকে ভিডিয়োটি পেয়েছি, যিনি সেদিন ট্রেনে ভ্রমণ করছিল। ও আসলে সেই সময় টয়লেটে যাওয়ার চেষ্টা করছিল।’ এর পর তিনি রেলমন্ত্রকে ট্যাগ করে জুড়লেন, ‘@RailMinIndia, ট্রেন যাত্রাকে একটি অ্যাডভেঞ্চার স্পোর্টে রূপান্তরিত করার জন্য আপনাকে ধন্যবাদ।’
এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘আমি এরকম ভিড়ের সম্মুখীন অতীতে একাধিক বার হয়েছি। আসলে যাঁরা ট্রেনে এইভাবে যাত্রা করেন, তাঁদের কাছে এর থেকে ভাল উপায় আর কিছু থাকে না।’ আর একজন অভিযোগের সুরেই বললেন, ‘থার্ড এসিতেও মাঝে মাঝে এরকম ঘটনা দেখা যায়।’