Viral Video: জাপানের বুলেট ট্রেনে WWE স্টাইলের ম্যাচ, গন্তব্যে নামতেই চাইছেন না যাত্রীরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 21, 2023 | 7:29 PM

WWE In Bullet Train: টোকিও থেকে নাগোয়া-গামী শিনকানসেন বুলেট ট্রেনে এই কুস্তির ম্যাচটি আয়োজিত হয়। সুজুকি এবং তাকাগির চলন্ত ট্রেনে তাঁদের অ্যাথলেটিক দক্ষতা প্রদর্শন করেছেন। সেই ভিডিয়ো নিয়েই তীব্র হইচই শুরু হয়েছে। ট্রেনে যে বিরাট ভিড় ছিল এমনটা নয়। কিন্তু কুস্তিরও তো কিছু চাল থাকে, যে চালগুলো চলন্ত কোনও গাড়িতে চালাটা সত্যিই দুষ্কর।

Viral Video: জাপানের বুলেট ট্রেনে WWE স্টাইলের ম্যাচ, গন্তব্যে নামতেই চাইছেন না যাত্রীরা
চলন্ত ট্রেনেই চলল কুস্তির চাল!

Follow Us

Latest Viral Video: এই বাংলা বা দেশের অন্যান্য শহরগুলিতে ট্রেনে সফর করার সময় আপনি কী-কী দেখতে পান? কখনও বসার আসন নিয়ে দুই যাত্রীর লড়াই, কখনও বা হকারদের হাঁকডাক, এই সবকিছু আমাদের নজরে আসে, আসে কানেও। কিন্তু জাপানের মানুষ ট্রেনে চড়ে কী দেখতে পান, জানেন? জাপানে একটি হাই-স্পিড বুলেট ট্রেনে WWE-স্টাইলের একটি ম্যাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, দুই পেশাদার কুস্তিগীর একে অপরের সঙ্গে লড়াই করছেন। বিবিসির রিপোর্ট অনুযায়ী, ইভেন্টটি টোকিও-ভিত্তিক ডিডিটি প্রো-রেসলিং দ্বারা সংগঠিত হয়েছিল। ওই ট্রেনটিতে 75 জন যাত্রী ছিলেন, সেখানেই এই WWE ম্যাচটি অনুষ্ঠিত হয়। কুস্তিগীর মিনোরু সুজু়কি এবং সানশিরো তাকাগির মধ্যে চলা এই রোমাঞ্চকর লড়াইয়ের টিকিট মাত্র 30 মিনিটের মধ্যেই ফুরিয়ে যায় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

টোকিও থেকে নাগোয়া-গামী শিনকানসেন বুলেট ট্রেনে এই কুস্তির ম্যাচটি আয়োজিত হয়। সুজুকি এবং তাকাগির চলন্ত ট্রেনে তাঁদের অ্যাথলেটিক দক্ষতা প্রদর্শন করেছেন। সেই ভিডিয়ো নিয়েই তীব্র হইচই শুরু হয়েছে। ট্রেনে যে বিরাট ভিড় ছিল এমনটা নয়। কিন্তু কুস্তিরও তো কিছু চাল থাকে, যে চালগুলো চলন্ত কোনও গাড়িতে চালাটা সত্যিই দুষ্কর। তবে এই কুস্তিগীররা সে সবের ধার ধারলেন না। এমনকি, পাইলড্রাইভারের মতো জটিল চালও খুব সহজ ভাবে চেলে তাক লাগালেন। সে সময় ট্রেনে যাঁরা সফর করছিলেন অর্থাৎ ম্যাচের টিকিট কেটেছিলেন যে সব মানুষজন, তাঁরাই দুর্লভ মুহূর্তগুলি ফ্রেমবন্দি করেছিলেন। দ্য টেলিগ্রাফের একটি রিপোর্টে বলা হয়েছে, ম্যাচটি চলেছিল প্রায় আধ ঘণ্টা ধরে। হাল্ক হোগান এবং কার্ট অ্যাঙ্গলের মতোও নামজাদা কুস্তিগীর জাপানে এই ভাবেই চলন্ত ট্রেনে পারফর্ম করেছিলেন।


তাছাড়া, জাপানের ঐতিহ্যবাহী খেলা সুমো রেসলিংয়ের প্রতি আগ্রহ সম্প্রতি পর্যটকদের মধ্যেও ব্যাপক ভাবে বেড়েছে। গত মাসে টোকিওর একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের সময়ও পারফরম্যান্সের আয়োজন করা হয়েছিল, যেখানে দুই সুমো বিরাট ভিড়ের মাঝেও পর্যটকদের সামনে নিজেদের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। পারফরম্যান্সটি শেষ হওয়ার পরে দর্শকরা অ্যাথলিটদের সঙ্গে সেলফি তোলার এবং এমনকি অবসরপ্রাপ্ত পেশাদারদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যও প্যাডেড সুমো পোশাক ও উইগ পরে প্রাচীনতম খেলায় অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন।

ইভেন্টটি তিন সপ্তাহ ধরে চলবে বলে জানা গিয়েছে। ইংরেজি ভাষাতেই সম্প্রচারিত হবে ম্যাচগুলি। এখানে দর্শকদের জন্য এমনই একটি খাবার রয়েছে, যার মূল্য 76 মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় 6,320 টাকা।

Next Article