Latest Viral Video: আমরা সকলেই প্রায় নতুন গান শুনতে পছন্দ করি। কিন্তু মাঝেমধ্যে পুরনো গান শুনতেও মন্দ লাগে না। অনেক বিয়েবাড়িতে দেখা যায়, লোকজন পুরনো দিনের গানে নাচছেন। বিশেষ করে পঞ্জাবী গান, দালের মেহেন্দির গানগুলিতে লোকজনকে নাচতে দেখা যায়। সেই সঙ্গেই আবার পুরনো পঞ্জাবী ডিজে মিউজ়িকও খুব শোনা যায়। সম্প্রতি দালের মেহেন্দির একটি গানে নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সে আবার কী! দালের মেহেন্দির গানে লোকজন নাচবেন, তাই তো স্বাভাবিক। কিন্তু তা সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটিতে একটি পোষ্য কুকুরকে নাচতে দেখা গিয়েছে দালের মেহেন্দির গানে।
সুন্দর ওই ক্লিপটি একবার দেখার পরেই অন্যদের সঙ্গে শেয়ার করতে চাইবেন লোকজন। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি রুমে পোষ্য কুকুরকে নাচানোর চেষ্টা করছেন পরিবারের সদস্যরা থুড়ি কুকুরটির মানব বন্ধুরা। তারপর দেখা গেল দালের মেহেন্দির ‘বোলো তা রা রা রা’ গানে নিজে থেকেই নাচতে শুরু করে দিল ওই পোষ্যটি।
ইনস্টাগ্রামে সিম্বাবাসিং নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ২৫ মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। ভিডিয়োটিতে লাইক পড়েছে প্রায় ২ মিলিয়নের কাছাকাছি। পোষ্য কুকুরটির এমন কিউট নাচ দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটিজ়েনরা।
ভিডিয়োটি দেখে নেটিজ়েনদের একজন লিখলেন, “খুব সুন্দর নাচল কুকুরটি। আমার মন ভাল হয়ে গেল।” আর একজন যোগ করলেন, “এই গানটা শুনলে আমিও নাচতে শুরু করে দিই।” আর একজন যোগ করলেন, “খুব সুন্দর! এই কুকুরছানাটিকে ভালবাসা ছাড়া আর কোনও উপায় নেই।”