Viral Post: ভাইরাল হয়েছিল ‘ব্ল্যাক নুডলস’, এবার নজরে ঢেঁড়স-নুডলস… খাবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 08, 2023 | 10:05 AM

Bhindi Noodles: সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটি রেঁস্তরায় ঢেঁড়স-নুডলস বানিয়ে খেতে দেওয়া হয়েছে। আপনি একবার বাড়িতে বানিয়ে চেখে দেখবেন নাকি?

Viral Post: ভাইরাল হয়েছিল ব্ল্যাক নুডলস, এবার নজরে ঢেঁড়স-নুডলস... খাবেন নাকি?

Follow Us

Latest Viral Post: বর্তমানে রাস্তার ধারে এমন অনেক ধরনের খাবার পাওয়া যায়, যা কি না পথ চলতি মানুষকে এক নিমেষে দোকানের সামনে ভিড় করে দিতে পারে। আইসক্রিম ফুচকা থেকে শুরু করে চাউমিন অমলেট, সব কিছুই এখন পাওয়া যাচ্ছে। কয়েকদিন আগে গন্ধরাজ মোমোর ট্রেন্ডে গা ভাসিয়ে ছিল অনেকেই। আর এমনিতেই অনেক ধরনের নুডলস-চাউমিনই বাজারে পাওয়া যায়। সেজ়ুয়ান, গ্রেভি নুডলস সবই বিখ্যাত। কিন্তু আপনি কখনও ঢেঁড়স-নুডলস খেয়েছেন? শুনেই নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন নুডলস (Noodles)? ঢেঁড়সের অনেক রকম তরকারি অবধিই ঠিক ছিল, তা বলে এবার নুডলসেও ঢেঁড়স? সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে একটি রেঁস্তরায় ঢেঁড়স-নুডলস বানিয়ে খেতে দেওয়া হয়েছে। আপনি একবার বাড়িতে বানিয়ে চেখে দেখবেন নাকি?

ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, একটি পাত্রে নুডলস পরিবেশন করা হয়েছে। সেই নুডলস যে শুধুই ঢেঁড়স দিয়ে তৈরি তা কিন্তু একেবারেই নয়। বেবি কর্ন, চিনাবাদাম, ধনেপাতা সব কিছুই রয়েছে। কিন্তু এই সব অবধিও ঠিক ছিল, আপনাকে যেটা চমকে দেবে তা হল ঢেঁড়স। বড় বড় করে কেটে, ভেজে ব্যবহার করা হয়েছে। যারা এমনিতে ঢেঁড়স খেতে তেমন পছন্দ করেন না, তারা একবার এভাবে খেয়ে দেখতেই পারেন।

@satabdisambedna নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই বিপুল সংখ্যক মানুষের নজর কেড়েছে এই ছবি। বলা যেতে পারে ছবিটি প্রকাশ্যে আসার পর মানুষের কৌতূহলও বেড়েছে। কেউ এই রেসিপিতে আগ্রহ দেখিয়েছেন আবার কেউ কেউ একেবারেই পছন্দ করেননি এই রেসিপি। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমি এটা একবার করে দেখতে চাই, খেতে কেমন লাগে।” আর এক ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, “ঢেঁড়সও কোনওদিন ভাবতে পারেনি ওকে নুডলসের সঙ্গে রান্না করা হবে।”

Next Article