Pink Pigeon: গোলাপি রঙের পায়রা, সে আবার কী! ম্যাঞ্চেস্টারের বিচিত্র পাখিকে ঘিরে তীব্র আলোড়ন
Pink Pigeon Viral Video: গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ অফিসাররা টহল দেওয়ার সময় এই বিরল পায়রার দেখা পান বলে জানা গিয়েছে। তবে হঠাৎ করেই অদ্ভুত এই গোলাপি পায়রার আবির্ভাব নগরবাসীর মধ্যে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, পায়রাটির রং প্রাকৃতিক কি না সেই বিষয়ে।
Pink Pigeon Video: গোলাপি রঙের পায় দেখেছেন কখনও? সম্প্রতি ব্রিটেনের বুরি শহরে একটি বিচিত্র বর্ণের পায়রা দেখা গিয়েছে, যার রংটা গোলাপি। হ্যাঁ, আকারে বা আয়তনে তেমন বিরাট কিছু ফারাক নেই সাধারণ পায়রার থেকে। স্রেফ তার রংটাও অন্যরকম। আর তা এতটাই অন্যরকম যে, আপনাকে ভাবাতে বাধ্য করবে- এমনও পায়রা হয়! সাধারণ একটি পায়রার সঙ্গেই ওই গোলাপি পায়রাটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে বুরি শহরের রাস্তায়। তার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ অফিসাররা টহল দেওয়ার সময় এই বিরল পায়রার দেখা পান বলে জানা গিয়েছে। তবে হঠাৎ করেই অদ্ভুত এই গোলাপি পায়রার আবির্ভাব নগরবাসীর মধ্যে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, পায়রাটির রং প্রাকৃতিক কি না সেই বিষয়ে। কেউ পায়রাটিকে রং করার কথা বলেছেন তো কেউ আবার বলছেন, কোনও ভাবে এমন পদার্থ বা জিনিসের সংস্পর্শে এই পায়রাটি এসেছিল, যার ফলে সেটি রং পরিবর্তন করেছে।
43 বছর বয়সী স্থানীয় বাসিন্দা সামান্থা ব্রাউন বিবিসির সঙ্গে তাঁর চিন্তাভাবনা ব্যক্ত করতে গিয়ে বলেছেন, “সবাই ভাবছে কেন এটি গোলাপি। আমার মনে হচ্ছে, পায়রাটির উপরে কিছু রং করা হয়েছে। সত্যিটা সামনে আসা খুব দরকার।”
Lovely “PINK PIGEON” which are very rare in the U.K. 🩷 lol ya learn something everyday lol it’s PINK 😂😂🩷🩷 #pinkpigeon pic.twitter.com/pjAZXhfQv4
— Kelly (@kellybaby3) September 13, 2023
মজার ব্যাপার হল, গোলাপি পায়রা যে এই প্রথম বার দেখা গেল তা নয়। এর আগে নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কোয়্যার পার্কে একই ধরনের গোলাপি রঙের পায়রা দেখা গিয়েছিল। তবে সেই পায়রাটিকে রং করা হয়েছিল। মূলত, সেই পাখিটার লিঙ্গ প্রকাশ করার জন্যই সেটিকে উজ্জ্বল গোলাপি রং করা হয়েছিল। পরবর্তীতে অপুষ্টির লক্ষণ দেখানোর পরে ওয়াইল্ড বার্ড ফান্ড দ্বারা উদ্ধার করা হয়েছিল পাখিটিকে।
তবে বুরির এই গোলাপী পায়রাটিকে নিয়ে যথেষ্ট রহস্য দানা বেঁধেছে। নেটিজ়েনদের অনেকে আবার চক্রান্তের গন্ধও পেয়েছেন।