আপনি কী ইনস্টাগ্রামে (Instagram) মারাত্মক ভাবে আসক্ত? তাহলে এতদিনে নিশ্চিত আপনি এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। বাংলায় ভাইরাল হওয়া গান ‘কাঁচা বাদাম’- এর (Kacha Badam) সঙ্গে নাচ করছেন এক পর্তুগিজ বাবা ও তাঁর একরত্তি কন্যে (Portuguese father and daughter duo)। ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে ইতিমধ্যেই নাচ করে ফেলেছেন অনেকে। বাদ যাননি তারকারাও। তবে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে (Viral Video) এই পর্তুগিজ বাবা-মেয়ের নাচ। নিখুঁত এক্সপ্রেশন, মনমাতানো ড্যান্স স্টেপে নজর কেড়েছে ওই খুদে। বাবা-মেয়ে জুটির মাতৃভাষার সঙ্গে যে গানের ভাষার ফারাক রয়েছে তা একটুও বোঝা যায়নি। বরং দারুণ সাবলীলভাবে ‘কাঁচা বাদাম’ গানে নাচ করেছেন পর্তুগিজ বাবা-মেয়ে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পরেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। কয়েক ঘণ্টার মধ্যেই ৩ লক্ষের বেশি ভিউও হয়ে গিয়েছে। গানের লিরিক্স ওই বাবা-মেয়ে কতটা বুঝেছেন তা জানা নেই। তবে গানের তালে তাঁদের নাচ দেখে মুগ্ধ নেটিজ়েনরা। বিশেষ করে ওই খুদে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেট দুনিয়া।
দেখে নিন ‘কাঁচা বাদাম’ গানে পর্তুগিজ বাবা-মেয়ের নাচের ভিডিয়ো
বঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান এখনও শোনেননি এমন লোকের সংখ্যা নেহাতই হাতেগোনা। টলিউড থেকে বলিউড সর্বত্রই তারকাদের মহলে সাড়া ফেলেছে এই গান। একাধিক সেলিব্রিটি এই গানের সঙ্গে নেচে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে রিলস বানিয়ে ফেলেছেন। তবে এই গান যে সাগর পেরিয়ে সুদূর প্রাচ্যেও এত জনপ্রিয় হবে তা বোধহয় অনেকেই আন্দাজ করতে পারেননি। যদিও এখন ‘কাঁচা বাদাম’ গানে এই পর্তুগিজ বাবা-মেয়ের নাচ দেখে নেটিজ়েনরা বুঝতে পেরেছেন যে শুধু বাংলায় নয় বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয় হয়েছে এই গান। ইনস্টাগ্রামে ক্রমশ লাইক, ভিউ বাড়ছে এই ভিডিয়োর। মজার মজার কমেন্টও জড়ো হচ্ছে কমেন্ট বক্সে। পর্তুগিজ বাবা-মেয়ের জুটি ‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও।
ইনস্টাগ্রামের রিলস অনেকদিন ধরেই জনপ্রিয় হয়েছে। আমজনতা থেকে তারকা সকলেই মজেছেন রিলসে। কোনও গান বা সিনেমার সংলাপ ভাইরাল হলেই তা নিয়ে রিলস বানিয়ে ফেলেন ইনস্টাগ্রামাররা। চলে বিভিন্ন চ্যালেঞ্জও। সম্প্রতি সেই তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান ‘কাঁচা বাদাম’। এই গানেই এখন মজেছেন নেটিজ়েনরা। বাংলা গানের ছন্দে দারুণ সব স্টেপে নাচ করে রিলস বানাচ্ছেন অনেকেই। সেই দলেই এবার নাম জুড়েছে ওই পর্তুগিজ বাবা ও মেয়ের।