Glass Octopus: VFX এফেক্ট নয়, সত্যিকারের গ্লাস অক্টোপাস, সম্পূর্ণ স্বচ্ছ জলজ প্রাণীটিকে দেখে নেটপাড়ায় অদ্ভুত মুগ্ধতা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 24, 2022 | 3:34 AM

Latest Viral Video: ক্লিপটিতে দেখা গিয়েছে, কাচের অক্টোপাসটি তার নামের মতোই প্রায় সম্পূর্ণ স্বচ্ছ। শুধুমাত্র এর চোখ, অপটিক নার্ভ এবং পরিপাকতন্ত্র অস্বচ্ছ।

Glass Octopus: VFX এফেক্ট নয়, সত্যিকারের গ্লাস অক্টোপাস, সম্পূর্ণ স্বচ্ছ জলজ প্রাণীটিকে দেখে নেটপাড়ায় অদ্ভুত মুগ্ধতা
কী অদ্ভুত এক প্রাণী।

Follow Us

Viral Video Today: একটি গ্লাস অক্টোপাসের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে, যা দেখে আপনি VFX এফেক্ট বা এলিয়েন মনে করতে পারেন! কিন্তু এটি তা নয়। সত্যিকারেরই একটি অক্টোপাস। গ্লাস অক্টোপাস (ভিট্রেলেডোনেলা রিচার্ডি) সারা বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় জলে পাওয়া খুব কমই দেখা যায় এমন একটি সেফালোপড। এই সুন্দর প্রাণীগুলি সমুদ্রের পৃষ্ঠের নিচে হাজার হাজার ফুটের মধ্যে পাওয়া যায়, যেখানে সূর্যের আলো পৌঁছয় না।

ভিডিয়োটি টুইটারে ‘দ্য অক্সিজেন প্রজেক্ট’ নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। এর আগে এই ভিডিয়োটি পোস্ট করেছিল ‘SchmidtOcean’ নামক আর একটি পেজ। গ্লাস অক্টোপাসের দেখতে পাওয়া অবিশ্বাস্যভাবে একটি বিরল ঘটনা।


ক্লিপটিতে দেখা গিয়েছে, কাচের অক্টোপাসটি তার নামের মতোই প্রায় সম্পূর্ণ স্বচ্ছ। শুধুমাত্র এর চোখ, অপটিক নার্ভ এবং পরিপাকতন্ত্র অস্বচ্ছ। ভিডিয়োটি খুব অল্প সময়ের মধ্যেই ২০ হাজারের বেশি ভিউ এবং কয়েক হাজার লাইক পেয়েছে। নেটিজ়েনরা বিরল এবং রহস্যময় প্রাণীটির সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছেন।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের মতে, 1918 সাল গ্লাস অক্টোপাস পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এটি সাধারণত গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের বিশাল সমুদ্রের গভীরে পাওয়া যায়। এই রহস্যময় প্রাণীরা প্রায় 2 থেকে 5 বছর পর্যন্ত বেঁচে থাকে।

Next Article