Latest Viral Video: আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে মোরগ আকাশে উড়তে পারে? স্বাভাবিকভাবেই আপনার উত্তর ‘না’ হবে। কারণ আপনি জানেন যে, মোরগ আকাশে উড়তে পারে না। আজ পর্যন্ত কোনও মোরগকে আকাশে উড়তে দেখা যায়নি। তবে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা আপনাকে ভাবতে বাধ্য় করবে। একটি মোরগকে খোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। শুনেই চমকে উঠলেন তাই না? কিন্তু বাস্তবে এমনটাই ঘটেছে। যেখানে একটি মোরগ উঁচু বিল্ডিং থেকে আকাশে উড়তে শুরু করে। যা দেখে অধিকাংশ নেটিজেনদের চোখ কপালে উঠেছে। মানুষ প্রশ্ন করছে মোরগ কি তবে সত্যিই উড়তে পারে?
ভিডিয়োয় দেখা যাচ্ছে, মোরগটি একটি উঁচু বিল্ডিং-এ বসে রয়েছে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, মোরগটি মাটি থেকে অনেক উঁচুতে রয়েছে। কিছুক্ষণ পর সে উড়তে শুরু করে। ভিডিয়োতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে, মোরগটি আকাশে উড়ছে। ঠিক যেমন অন্য়সব পাখিরা আকাশে ওড়ে। এই ভিডিয়ো দেখে আপনি নিশ্চয়ই হতবাক হয়ে গিয়েছেন। মোরগটি ডানা মেলে খোলা আকাশে উড়ছে।
এই ভিডিয়োটি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি এক কোটি মানুষ দেখেছেন। একই সঙ্গে ভিডিয়োটিতে 24 হাজারেরও বেশি লাইক পড়েছে। এই ভিডিয়োয় কমেন্টের বন্য়া বয়ে গিয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি জানতাম মোরগ বা মুরগি এত উচ্চতায় উড়তে পারে না। তাদের শরীরের গঠন এমন যে তারা দীর্ঘ সময় উড়তে পারে না এবং উচ্চতায় পৌঁছাতে পারে না। তাহলে এমন হল কীভাবে?” আরও এক ব্যবহারকারী কমেন্ট করেছেন, “আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মোরগ এভাবে ডানে মেলে উড়ছে!”