AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২০২০-র হায়েস্ট পেইড ইউটিউবার রায়ানের আয় কত?

ক্লাস থ্রি-র রায়ান এখনও এর আসল অর্থ বুঝতে পারছে না। তার ভিডিও সকলে দেখছেন, সে তাতেই খুশি।

২০২০-র হায়েস্ট পেইড ইউটিউবার রায়ানের আয় কত?
ভিডিও তৈরি করতে ব্যস্ত রায়ান। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Updated on: Dec 28, 2020 | 12:42 PM
Share

রায়ান কাজি (Ryan Kaji)। বয়স নয় বছর। ২০২০ এউ খুদের কাছে খুব স্পেশ্যাল। কারণ ফোর্বস ম্যাগাজিনের খবর অনুযায়ী, চলতি বছরের হায়েস্ট পেইড ইউটিউবার (YouTuber) সে। টেক্সাক্সের এই ইউটিউবার ২০২০-তে ইউটিউব থেকে আয় করেছে ২৯.৫ মিলিয়ন ডলার। যা সর্বাধিক বলে দাবি ফোর্বসের। রায়ানের ইউটিউব চ্যানেলের নাম ‘রায়ানস্ ওয়ার্ল্ড’।

রায়ান কাজির আসল নাম রায়ান গুয়ান। ২০১৫ থেকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছে সে। তখন তার বয়স ছিল মাত্র চার। প্রথমে তার ইউটিউব চ্যানেলের নাম ছিল ‘রায়ানস্ টয় রিভিউ’। খেলনা নিয়ে তৈরি রায়ানের বিভিন্ন ভিডিও ভাইরাল হতে থাকে। আর এখন গোটা পরিবারকে নিয়েই ভিডিও তৈরি করে সে।

View this post on Instagram

A post shared by Ryan’s World (@ryansworld)

এই মুহূর্তে রায়ানের সাবস্ক্রাইবার ২৭.৭ মিলিয়ন। শুধু আর খেলনা নয়। এখন অনেক তথ্য সমৃদ্ধ কনটেন্ট নিয়ে ভিডিও তৈরি করে রায়ান। কখনও থাকে বিজ্ঞান বিষয় কোনও পরীক্ষা, কখনও বা সহজে পড়া তৈরি করার টিপস। বোনেদের সঙ্গে অনেক রকম চ্যালেঞ্জও নেয় সে। বিশ্ব জুড়ে রায়ানের ফলোয়ার রয়েছে। হায়েস্ট পেইড ইউটিউবার হওয়ার খবরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছে সে। তবে ক্লাস থ্রি-র রায়ান এখনও এর আসল অর্থ বুঝতে পারছে না। তার ভিডিও সকলে দেখছেন, সে তাতেই খুশি।

আরও পড়ুন, চিতাকে অতর্কিতে গিলে খেল কুমির, ভাইরাল হল ভিডিও