Latest Viral Video: টিকিট না কেটে ট্রেনে উঠলে কী ভয়ঙ্কর পরিণতি যে হতে পারে, তা প্রায় সকলেরই জানা আছে। কিন্তু তারপরেও মানুষ টিকিট (Train Ticket) না কেটে ট্রেনে ওঠেন। ভাগ্যের দোহাই দিয়ে সফর করেন। ধরা পড়লে ফাইন দেবেন অথবা তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে পড়বেন। আর ধরা না পড়লে তো দিব্যি গন্তব্যে পৌঁছে যাবেন। কিন্তু ধরা পড়লে যেমন জরিমানা দিতে হতে পারে, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে, এসবের আগেও যে হেনস্থার কথাটি মাথায় আসে না? ট্রেনে টিকিট না কেটে উঠলে চেকারের যে কোন রূপ আপনি দেখবেন, তা সত্যিই আন্দাজ করা যায় না। এই বাংলারই একটি ভিডিয়োতে তার প্রমাণ মিলেছে হাতেনাতে। টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছিলেন এক মহিলা যাত্রী। টিকিট পরীক্ষক (Ticket Checker) যিনি ছিলেন, তিনিও মহিলা। ঘাড় ধাক্কা দিয়েই ওই যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিলেন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি রানাঘাট লোকালে (Ranaghat Local) ঘটেছিল। তার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োতে দেখা গেল, ট্রেনে দুই মহিলার মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। তাঁদের একজন কম বয়সী, আর একজনের বয়স একটু বেশি। যাঁর বয়স বেশি, তিনি টিকিট পরীক্ষক। কম বয়সী মহিলা টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছেন। আর তাঁর জামা ধরে তাঁকে ট্রেন থেকে নামানোর চেষ্টা করছেন ওই টিকিট পরীক্ষক। চরম কথা-কাটাকাটি চলছে দুজনের মধ্যে। চেকারকে ওই যাত্রী বলছেন, “আমি আপনার শক্তির সঙ্গে পেরে উঠব না ম্যাডাম। আমি নামব! আমাকে ছেড়ে দিন, যেতে দিন। আমি তো আগেই নেমে যেতে চেয়েছিলাম, আপনি আমাকে যেতে দেননি।”
এই ভাবেই বাদানুবাদ চলতে-চলতে মেয়েটি চেকারের ঘেরাটোপ থেকে নিজেকে বাঁচান। তারপরে ট্রেনের দরজার সামনে গিয়ে আবার বলতে থাকেন, “আপনার শক্তির সঙ্গে আমি কি কখনও পেরে উঠি?” তা শোনার পরে টিকিট পরীক্ষক বলে ওঠেন, “গায়ে তো মোষের মতো শক্তি!” সে সময় ক্যামেরায় তুলে ধরা হয় ট্রেনের অন্যান্য যাত্রীদের সহাস্য বদন। সহযাত্রীরা বলতে থাকেন, “ওকে রানাঘাটে নিয়ে গেলেই তো হয়ে যায়।”
টিকিট পরীক্ষক রেগে গিয়ে তীব্র ভর্ৎসনা করেন ওই যাত্রীকে। বলেন, “নির্লজ্জ বেহায়া মেয়ে! বিনা টিকিটে ট্রেনে চেপেছে।” তিনি আরও জানান যে, ওই যাত্রী হাসপাতালে চাকরি করেন, তা-ও ট্রেনের টিকিট কাটেন না। ভিডিয়োটি ইস্টাগ্রামে কলকাতা চিত্রগ্রাফি নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্রেডিট হিসেবে দেবশ্রী নামের এক মহিলাকে ধন্যবাদ জানানো হয়েছে।
বহু মানুষ এই ভিডিয়ো দেখেছেন। মজাদার সব কমেন্টও করেছেন। একজন লিখছেন, “মানুষ 10 টাকার টিকিট না কেটে এই ভাবে মান-সম্মান ধুলোয় মেশাতে ভালবাসেন।” আর একজন যোগ করেছেন, “হসপিটালে চাকরি করেও টিকিট কাটেন না। আর আমরা কলেজ যাই টিকিট কেটে। এদের সত্যিই লজ্জা নেই।” কেউ কেউ আবার সেই মানুষটিকে দেখতে চেয়েছেন, যিনি এই ভিডিয়োটি ক্যাপচার করেছেন।