Personality Test: জীবনে যাই করুন না কেন, সঠিক কেরিয়ার (Carrier) বেছে নেওয়ার কাজটি কিন্তু মোটেই সহজ নয়। বাচ্চাদের তো কেরিয়ার বেছে নেওয়ার মতো ক্ষমতা থাকে না। তাই, মা-বাবারাই ছোট থেকে তাদের জন্য কেরিয়ারটা বেছে দেন। সেরকম ভাবেই তারা বড় হয়, মা-বাবা বেছে দেওয়া লক্ষ্যেই এগিয়ে যায়। অনেকে আবার সন্তানকে পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকেন। তাঁরা বড় হয়ে নিজেদের পছন্দসই কেরিয়ার বেছে নেবে, অনেক অভিভাবকই সেভাবে বড় করেন তাঁদের সন্তানদের। তবে কিছু মানুষজন আবার প্রতি সাত বছর অন্তর কেরিয়ার পরিবর্তন করার পক্ষে। যদিও তা কতটা কাজে আসে, সত্যিই লাখ টাকার প্রশ্ন। কিন্তু একটা ছবি কি আপনার কেরিয়ার বেছে দিতে পারে? আর সেই ছবি যদি একটা Optical Illusion হয়, কেমন হয় তাহলে?
YourTango নামক একটি ওয়েবসাইট চমৎকার অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছে। সেটি একটি ভিজ়ুয়াল পার্সোনালিটি টেস্ট। দাবি করা হয়েছে, সেই ছবিটিতে একাধিক বিষয় রয়েছে, তাদের মধ্যে থেকে প্রথমে আপনার নজরে যেটা আসবে, সেটাই আপনার কেরিয়ারের পথ নির্ধারণ করবে। প্রথম দর্শনে এই ছবি থেকে অনেকেই কেবল একটি মাথার খুলি (Skull) দেখতে পেতে পারেন। কিন্তু একটু খুঁটিয়ে ছবিটির দিকে তাকালে মাথার খুলির পাশাপাশি একটি শামুক (Snail) এবং একটি মানচিত্রও (Map) দেখা যেতে পারে। এখন আপনি প্রথমে কী দেখলেন, তার উপরে নির্ভর করছে আপনার কেরিয়ার।
শামুক
এই ছবিতে আপনি যদি প্রথমে একটা শামুক দেখতে পান, তাহলে আপনার জন্য উপযুক্ত হল HR বা শিক্ষকতার মতো কাজ। আপনার সামাজিক দক্ষতা, বুদ্ধিভিত্তিক ক্ষমতা এবং যোগাযোগ রাখার ক্ষমতা আপনাকে এই সব কাজগুলির জন্য উপযুক্ত করে তুলতে পারে।
মাথার খুলি
এই অপটিক্যাল ইলিউশন যদি আপনাকে প্রথমে মাথার খুলি দেখায়, তাহলে আপনার শিল্পসত্ত্বা আপনাকে শ্রেষ্ঠ করে তুলতে পারে। আপনি একজন সৃজনশীল মানুষ। কেরিয়ার হিসেবে আপনি যদি পেইন্টিং, লেখালেখি বা পারফর্মিং আর্ট-কে বেছে নেন, তাহলে জীবনে সফল হবেন আপনি।
মানচিত্র
সবশেষে এই ছবি দেখে আপনার নজরে যদি একটি মানচিত্র ধরা পড়ে, তাহলে আপনার বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের ক্ষমতা আপনাকে প্রযুক্তিগত পেশার জন্য উপযুক্ত করে তোলে। ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানী হওয়ার জন্য আপনি পড়াশোনা করলে, তা আপনার জীবনে সাফল্য এনে দেবে।