Viral Video Today: বন্ধু তো অনেকেই হয়, কিন্তু বিপদে যে পাশে থাকে, সে-ই প্রকৃত বন্ধু। আনন্দে অনেকেই সঙ্গ দেয়। কিন্তু বিপদেই বন্ধু চেনা যায়। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি গেকোস (গিরগিটির একটি প্রজাতি)-কে সাপ ধরে ফেলেছিল। সেটিকে বাঁচাতে অন্য একটি গিরগিটিটি এমন কিছু করল, যা দেখে আপনি চমকে উঠবেন। নিজের প্রাণ দিয়ে দিতে দু’বারও ভাবল না সেই বন্ধু গিরগিটিটি। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষের নজর কেড়েছে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, কিন্তু এমন ভিডিয়ো আপনি আগে কখনও দেখেছেন?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দেওয়ালে একটি সাপ একটি গিরগিটি ধরেছে। এরপর ধীরে ধীরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই সময়ে, অন্য একটি গিরগিটি একটি ফাঁক থেকে বেরিয়ে আসে, তাকে বাঁচাতে। সাপটি তাকে একের পর এক ছোবল মারতে থাকে। বেশ কিছুক্ষণ ওভাবে টিকে থাকার পর, গিরগিটিটিও উল্টে সাপটিকে দু’একবার আক্রমণ করে। কিন্তু অবশেষে ব্যর্থ হয়। আর দেওয়াল থেকে সে নীচে পড়ে যায়। অন্য গিরগিটিটি প্রাণে বাঁচলেও, নীচে পড়ে যাওয়া গিরগিটিটির কী হয়েছে, তা ভিডিয়োয় দেখা যায়নি।
সাপ এবং গিরগিটির লড়াইয়ের এই ভিডিয়োটি @ivan_starykh_ নামে একটি অ্যাকাউন্টে ইন্সটাতে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীর মতে, এই ভিডিয়টি কম্বোডিয়ার আঙ্কোর মন্দিরের। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 67 হাজারের বেশি লাইক পড়েছে। একই সঙ্গে কমেন্ট সেকশনেও প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, “এটাকেই বলে সত্যিকারের বন্ধুত্ব।” আরও একজন কমেন্টে লিখেছেন, “বিপদে ঝাঁপিয়ে পড়তে একবারও ভাবল না।”