
একজন ভাল পাইলট (Pilot) আপনার বিমান যাত্রা যে আনন্দমুখর করে তুলতে পারে, এমন ঘটনা কম নেই। ঠিক এমনই এক কাণ্ডের সাক্ষী হয়েছেন দিল্লি থেকে শ্রীনগরগামী স্পাইসজেট (SpiceJet) বিমানের যাত্রীরা। পাইলট উড়ান ছাড়ার আগের ঘোষণা করছেন কবিতার ঢঙে। যা শুনে হেসেছে বিমানের যাত্রীরা। নেটদুনিয়ায় ভাইরাল হতেই হাসছে নেটিজনরাও। সিট বেল্ট পরা থেকে বিমানের সুরক্ষা সম্পর্কিত সকল নির্দেশই পাইলট দিলেন বেশ কাব্যি করে। বিমানের কোনও এক যাত্রী সেই ঘোষণা ভিডিয়ো রেকর্ডিং করেছেন। ভিডিয়ো নিয়ে শোরগোল শুরু হতেই ভিডিয়োটি রিটুইট করেছে স্পাইসজেট। তারা ওই যাত্রীর PNR জানতে চেয়েছে, যাতে ওই পাইলটকে এই বিষয়ে জানাতে পারে।
In a @flyspicejet flight from Delhi to Srinagar & omg, the captain killed it!
They started off in English, but I only began recording later.
Idk if this is a new marketing track or it was the captain himself, but this was so entertaining & endearing! pic.twitter.com/s7vPE2MOeP
— Eepsita (@Eepsita) December 16, 2022
ট্রেন্ডিং হওয়া ভিডিয়োটি টুইটারে টুইট করেছেন ইপ্সিতা নামের একজন টুইটার ব্যবহারকারী। তিনি স্পাইসজেটের একটি ফ্লাইটে দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিলেন, তখন পাইলট যাত্রীদের জন্য একটি মজার ঘোষণা করছিলেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফ্লাইটের ক্যাপ্টেন ছন্দময় ও কবিতার ভঙ্গিতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা দিচ্ছিলেন। ভিডিয়োয় ব্যাকগ্রাউন্ডে যাত্রীদের হাসতে শোনা যাচ্ছে।
ইপ্সিতা ট্রেন্ডিং হওয়া ভিডিয়োটির ক্য়াপশনে লিখেছে, “স্পাইসজেটের বিমানে দিল্লি যাচ্ছিলাম। ওহ মাই গড, ক্যাপ্টেন পুরো মাতিয়ে দিয়েছে। ইংরাজিতে শুরু করলেও, আমি পরে রেকর্ডিং করেছি। এটা হয়ত নতুন মার্কেটিং পন্থা, কিংবা ক্যাপ্টেন নিজেই এটা করেছে। সত্যি এতে দারুণ আনন্দ পেয়েছি।” আর ইতিমধ্যেই তা ট্রেন্ডিং এবং তারপর থেকে 72,000-এরও বেশি ভিউ হয়েছে। আপলোড হওয়ার পর থেকে, এটি 3 হাজারেরও বেশি মানুষ লাইক করেছে।
টুইটারে এক ব্যক্তি কমেন্ট করেছেন, “পুরোটাই বেশ অন্যরকম লাগলো” আরেকজন আনন্দিত হয়ে লিখেছেন, “খুব মজাদার কবিতাটা।”