Optical Illusion: একটা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে মেয়েটি, বলুন তো ছবির ভুলটা কী?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 28, 2023 | 5:47 PM

Spot Mistake: এই ছবিতে আপনি যা দেখছেন, তাতে একটা ভুল রয়েছে। আপনার কাজ হল সেই ভুলটাই খুঁজে বের করা। ছবিতে আপনি একটি মেয়েকে দেখতে পাচ্ছেন, যে তাঁর কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আপনার নজরে এসেছে গাছ, গাছপালা, বাড়ি, ইত্যাদি অনেক কিছুই। ছবিটি কিন্তু নিখুঁত। কেবল একটাই ভুল আছে। সেটা কী বলুন তো।

Optical Illusion: একটা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে মেয়েটি, বলুন তো ছবির ভুলটা কী?
ছবিতে কী ভুল আছে, বুঝতে পারলেন?

Follow Us

Brain Teaser: স্মার্টফোন আসার পর থেকে মানুষের গেম খেলা অনেক সহজ হয়ে গিয়েছে। গেমিংয়ের অনেক অপশনও মানুষের কাছে চলে এসেছে। কিন্তু গেম খেলা মানে কি শুধুই রোড রাশের গাড়ি ছোটানো বা পাবজিতে গুলি চালিয়ে শত্রুদের খতম করা। এই সোশ্যাল মিডিয়াও তো আমাদের কাছে অনেক রকমের গেম নিয়ে হাজির হয়। সেরকমই একটি মাইন্ড গেম হল অপটিক্যাল ইলিউশন।

অপটিক্যাল ইলিউশন বিষয়টা খুব সহজ, মানে বিষয়টি আপনার বোধগম্য হওয়ার জন্য সহজ। কিন্তু তার ভিতরে যা লুকিয়ে থাকে, তা খুঁজে বের করা অনেক সময় অনেকের জন্যই বড্ড কঠিন হয়ে যায়। যদিও এই ছবিগুলি বেশ মজাদার হয়। কখনও কোনও ছবি ফটোগ্রাফারের কারসাজিতে ধাঁধা হয়ে ওঠেন, কিছু আবার অলঙ্করণের কারসাজিতে একটা বিভ্রম হয়ে ওঠে। আজ আমরা আপনাদের জন্য একটা মজাদার ছবি নিয়ে এসেছি।

এই ছবিতে আপনি যা দেখছেন, তাতে একটা ভুল রয়েছে। আপনার কাজ হল সেই ভুলটাই খুঁজে বের করা। ছবিতে আপনি একটি মেয়েকে দেখতে পাচ্ছেন, যে তাঁর কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই আপনার নজরে এসেছে গাছ, গাছপালা, বাড়ি, ইত্যাদি অনেক কিছুই। ছবিটি কিন্তু নিখুঁত। কেবল একটাই ভুল আছে। আপনাকে সেই ভুলটাই খুঁজে বের করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?

ছবিটি খুবই ভাল করে খুঁটিয়ে দেখতে হবে। একমাত্র আপনার প্রখর দৃষ্টিশক্তিই বলে দিতে পারে ছবিতে কী ভুল রয়েছে। কিন্তু আপনি যদি বিভ্রান্ত হন, তাহলেও চিন্তাার কোনও কারণ নেই। আমরা ছোট্ট একটা হিন্ট দিই। যে ভুলটা রয়েছে, সেটা গাছের মধ্যেই। অর্থাৎ আপনি যদি গাছটির দিকে ভাল করে তাকান, তাহলেই বুঝবেন এতে কী ভুল আছে।

এবার বুঝলেন? গাছে পাখিটার পাশে কচ্ছপটা নজরে এসেছে আপনার? এমনটা কখনও দেখেছেন নাকি? কচ্ছপ কখনও গাছে উঠতে পারে নাকি? হ্যাঁ, ছবিতে এই একটাই ভুল রয়েছে, তা হল গাছে বসে আছে কচ্ছপটি, যা কখনই সম্ভব নয়।

Next Article