Viral Video: রুআফজা ম্যাগি! ‘টু মিনিটস নুডলস’-এর এমন বেহাল দশা দেখে ক্ষুব্ধ নেটিজ়েনরা, দেখুন ভাইরাল ভিডিয়ো

ফুড ব্লগার অনুজ চৌহান নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিয়ো শেয়ার করেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই দোকানদার হাতে একটা রুআফজার বোতল নিয়ে ঝাঁকাচ্ছেন। তারপর এক প্লেট ম্যাগির মধ্যে ঢেলে দেওয়া হল ওই লাল রঙের পানীয়।

Viral Video: রুআফজা ম্যাগি! 'টু মিনিটস নুডলস'-এর এমন বেহাল দশা দেখে ক্ষুব্ধ নেটিজ়েনরা, দেখুন ভাইরাল ভিডিয়ো
ছবি সৌজন্যে- PiPa
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 7:51 AM

রুআফজা দিয়ে ম্যাগি! ভারতবাসীর প্রিয় ‘টু মিনিটস নুডলস’ নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা মোটেই পছন্দ হয়নি নেটিজ়েনদের। আর তাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে তাই বেজায় চটেছেন তাঁরা। ম্যাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। শুধুমাত্র মশলা দিয়ে বানানো ম্যাগির পরিবর্তে আজকাল অনেকেই তার মধ্যে চিজ, কর্ন এবং আরও অনেক কিছুই যোগ করেন। আমিষ ম্যাগি তা যে ডিম দিয়ে হোক বা মাংসের কিমা, সেইসবও বেশ পছন্দ নেটিজ়েনদের। কিন্তু তাই বলে রুআফজা!

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল আর একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছিল যে, দোকানদার ফ্যান্টা দিয়ে ম্যাগি তৈরি করছেন। এছাড়াও ম্যাগি মিল্কশেক, দুধ এবং চকোলেট সস দিয়ে বানানো ম্যাগি— বছরভর এইসব এক্সপেরিমেন্ট বারবার ক্ষুব্ধ করেছে খাদ্যরসিকদের। তবে এবার যেন সব সীমানা পার হয়ে গিয়েছে। যে রুআফজা দিয়ে শরবত তৈরি হয়, গরমের দিনে এই পানীয় তৃষ্ণা মেটায়, আরাম দেয়, সেই রুআফজা দিয়ে ম্যাগি তৈরি করেছেন এক দোকানদার।

ফুড ব্লগার অনুজ চৌহান নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ভিডিয়ো শেয়ার করেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই দোকানদার হাতে একটা রুআফজার বোতল নিয়ে ঝাঁকাচ্ছেন। তারপর এক প্লেট ম্যাগির মধ্যে ঢেলে দেওয়া হল ওই লাল রঙের পানীয়। অনুজ এই রুআফজা ম্যাগি খাওয়ার সময়, তাঁর অভিব্যক্তি থেকেই যা বোঝার বুঝে নিয়েছেন নেটিজ়েনরা। মশলাদার নোনতা স্বাদের পরিবর্তে ওই মিষ্টি স্বাদের ম্যাগি যে একেবারেই পছন্দ হয়নি সেটা সাফ বুঝিয়ে দিয়েছেন অনুজ।

দেখুন রুআফজা ম্যাগি তৈরির ভিডিয়ো

ইনস্টাগ্রামে অনুজের এই রুআফজা ম্যাগির ভাইরাল ভিডিয়ো দেখে চটেছেন নেটিজ়েনরা। খাবার-দাবার বিশেষ করে জনপ্রিয় খাবার নিয়ে এ ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা কবে বন্ধ হবে সেটাই জানতে চেয়েছেন অনেকে। এর পাশাপাশি চলতি বছরের এমন অদ্ভুত খাবারের ট্রেন্ড নিয়েও বিরক্ত প্রকাশ করেছেন নেটিজ়েনদের অনেকেই। আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কাতেও রয়েছেন তাঁরা। ভিডিয়োতে অনুজের এই রুআফজা ম্যাগি চেখে দেখার ঘটনাতেও ক্ষুব্ধ অনেকে। ফুড ব্লগার হিসেবে এমন জঘন্য খাবার খেয়ে দেখা বা তার প্রচার করা কোনওটাই অনুজকে শোভা পায় না বলেও মন্তব্য করেছেন একদম নেটিজ়েন। মোট কথা এই রুআফজা ম্যাগি পছন্দ হয়নি কারও।  তবে এত ক্ষোভ প্রকাশের পরেও অনুজের ভিডিয়োর ভিউ হয়েছে ৩.৩ মিলিয়নেরও বেশি। তবে ভারবাসীর অন্যতম পছন্দের স্ন্যাকসের এভাবে বারোটা বাজিয়ে দেওয়ায় ওই দোকানদারের উপর বেজায় ক্ষুব্ধ নেটিজ়েনরা। এই দোকানটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন- Viral Video: সাপ নিয়ে মিউজিক ভিডিয়ো, মুখে কামড় খেলেন মার্কিন গায়িকা, দেখুন ভিডিয়ো