Viral Video: বাসন মাজতে অস্বীকার করায় ছোট্ট পড়ুয়াকে বেধড়ক মার শিক্ষিকার, অমানবিক ভিডিয়ো ভাইরাল

Viral Video Today: ছোট্ট পড়ুয়া তার শিক্ষিকার নির্দেশ অগ্রাহ্য করে বাসনপত্র মাজতে অস্বীকার করে। ব্যস, তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শিক্ষিকা। সজোরে একের পর এক থাপ্পড় কষাতে থাকেন ছোট্ট মেয়েটির গালে। যা দেখে নেটপাড়ার লোকজন ক্ষোভে ফুঁসছেন।

Viral Video: বাসন মাজতে অস্বীকার করায় ছোট্ট পড়ুয়াকে বেধড়ক মার শিক্ষিকার, অমানবিক ভিডিয়ো ভাইরাল
এ কেমন শিক্ষিকা!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2023 | 9:30 AM

শিক্ষা দেন যে শিক্ষক, তিনি বিনয়ী না হলে কী শিখবে পড়ুয়ারা? বিদ্যাই তো বিনয় নিয়ে আসে। মানুষ বিনয়ী না হলে আর কী শিক্ষা নিলেন তিনি। কিন্তু এক শিক্ষিকা যা কাণ্ড ঘটালেন তাঁর পড়ুয়াদের সঙ্গে, তা দেখে ফের একবার বেআব্রু হল এই দেশ। বেধড়ক মারধর করলেন ছোট্ট এক ছাত্রীকে। কী দোষ তার? ছোট্ট পড়ুয়া তার শিক্ষিকার নির্দেশ অগ্রাহ্য করে বাসনপত্র মাজতে অস্বীকার করে। ব্যস, তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন শিক্ষিকা। সজোরে একের পর এক থাপ্পড় কষাতে থাকেন ছোট্ট মেয়েটির গালে। যা দেখে নেটপাড়ার লোকজন ক্ষোভে ফুঁসছেন। বলছেন, “হায়রে সভ্য দেশ! এ কেমন শিক্ষিকা!”

সত্যিই এর থেকে জঘন্য ঘটনা আর কী-ই বা হতে পারে! অলকেশ কুশওয়াহা নামের এক ব্যবহারকারী এই ভিডিয়োটি দেশি মাইক্রোব্লগিং সাইট Koo-তে  শেয়ার করেছেন। জানা গিয়েছে, নির্মম ঘটনাটি উত্তরাখণ্ডের পাউরি জেলার। সেখানেই ছাত্রীকে নির্দয়ভাবে মারধরের ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ঠিক কী ঘটেছিল? একটি ক্যাম্পে ওই শিক্ষিকা নোংরা বাসনপত্র মাজতে বাধ্য করান ছোট্ট পড়ুয়াদের দিয়ে। সকল পড়ুয়া যখন বাসনপত্র মাজতে হাত লাগায়, অস্বীকার করে এক ছাত্রী। তাই তার উপরে চড়াও হন শিক্ষিকা, খুব মারধর করতে থাকেন। ভিডিয়োটি নিয়ে হইচই শুরু হলে উত্তরাখণ্ডের রাজ্য শিক্ষা দফতর ব্যবস্থা নেয়। তারা জানায়, পাউরি জেলার দেবলা পাউখাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, গুরুরাম রাই ইন্টার কলেজে আয়োজিত এনএসএস ক্যাম্প চলাকালীনই ছাত্রীকে নির্মমভাবে মারধর করেন শিক্ষিকা। ইন্টারনেটে একজন কেউ ভিডিয়োটি পোস্ট করার পরই তা ছড়িয়ে পড়ে টুইটার, ফেসবুক সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে ওই ছাত্রী কোনও মতে শিক্ষিকার নির্মমতা থেকে মুক্তি পায়। জেলার শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।