Viral Video: এবার নিউ নরম্যালে নজর কাড়ল বাঁদর, ভিডিয়োটি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 25, 2021 | 8:43 PM

প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান মাইক্রোব্লগিং সাইটে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গেছে একটি ছোট বাঁদর পরিত্যক্ত মুখের মাস্ক পরার চেষ্টা করছে। ভিডিয়োটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

Viral Video: এবার নিউ নরম্যালে নজর কাড়ল বাঁদর, ভিডিয়োটি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
নিউ নরম্যালে ছোট্ট বাঁদর...

Follow Us

করোনা ভাইরাস যে আমাদের জীবনে প্রভাব ফেলেছে তা বলাবাহুল্য। জীবনধারা থেকে পরিবর্তন হয়েছে আমাদের ফ্যাশনও। রাস্তায় বেরোলে মাস্ক বাধ্যতামূলক এখন পৃথিবীর সব দেশেই। আর এই ‘নিউ নরম্যাল’কে বেশ মানিয়ে নিয়েছে মানুষ। কিন্তু জানেন কি পশুদের কী অবস্থা? এবার মাস্ক পরে নজর কাড়ল একটি বাঁদর। ট্যুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা হল রাস্তায় পড়ে থাকা একটি মাস্ক তুলে নিয়ে নিজের মুখে লাগিয়ে নিল একটি বাঁদর।

প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান মাইক্রোব্লগিং সাইটে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা গেছে একটি ছোট বাঁদর পরিত্যক্ত মুখের মাস্ক পরার চেষ্টা করছে। ভিডিয়োটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..

২৭ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি বাঁদর রাস্তায় পড়ে থাকা একটি পরিত্যক্ত মুখের মাস্ককে তুলে নিজের মুখে লাগানোর চেষ্টা করছে।। কিছুক্ষণ পরে মাস্কটি পড়ে গেলে আবার তা পরার চেষ্টা করে। মুখে মাস্কটি পরে বেশ ঘুরে বেড়ায় বাঁদর বাচ্চাটি। হাস্যকর ভাবে বাঁদরটি নিজের পুরো মুখে লাগিয়ে ফেলে মাস্কটি।

ভিডিয়োটিকে যে ইন্টারনেট ব্যবহারকারীরা ভালবেসে ফেলেছেন তা এর ‘লাইক’ দেখেই বোঝা যাচ্ছে। প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান ভিডিয়োটি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই ২ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে। লাইকও দিয়েছেন প্রায় ৪৩ হাজার মানুষ। সাথে সাথে রিট্যুইটও করেছেন ১১ হাজারেরও বেশি মানুষ। রয়েছে এমন কিছু কমেন্ট যেখান থেকে বোঝা যাচ্ছে যে বাঁদরটিকে বেশ পছন্দ করেছেন ট্যুইটার ব্যবহারকারীরা।

তবে এই ভিডিয়ো থেকে এটাও প্রমাণিত হয় যে পশুরা বেশ ভালই নকল করে মানুষদের। অন্যদিকে, তারা বেশ লক্ষ্য করেছে এই নিউ নরম্যাল ট্রেন্ডকেও। বরং বলা চলে, মানুষের থেকে বেশি স্মার্ট এই পশুরাই। এখনও রাস্তায় বেরোলে অনেকের মুখেই মাস্ক দেখা যায় না, সে দিক এই ভিডিয়ো বেশ শিক্ষামূলকও বলা চলে।

আরও পড়ুন: সাপেদের রাখি পড়াতে গিয়ে প্রাণ হারালেন ভাই, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

Next Article