Viral Video: গল্পের ‘পিপাসার্ত কাক’ বইয়ের পাতা থেকে বাস্তবের মাটিতে, জলের বোতলে নুড়ি ভর্তি করে তৃষ্ণা মেটাল পাখিটা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 04, 2023 | 1:09 PM

Viral Video Today: ক্যামেরায় ধরা পড়ল, পিপাসার্ত কাক একটি জলের বোতলে (Water Bottle) এক-এক করে পাথর (Pebbles) ভরে তার জলস্তর কানায় কানায় নিয়ে আসার চেষ্টা করছে। যাতে সেখান থেকে টুক করে জলপান করতে তার সুবিধা হয়।

Viral Video: গল্পের পিপাসার্ত কাক বইয়ের পাতা থেকে বাস্তবের মাটিতে, জলের বোতলে নুড়ি ভর্তি করে তৃষ্ণা মেটাল পাখিটা
বইয়ের পাতার গল্প যখন বাস্তবে উঠে আসে...

Follow Us

Latest Viral Video: ছোট্টবেলার সেই পিপাসার্ত কাকের (Thirsty Crow) গল্পটা নিশ্চয়ই সকলের মনে আছে। তৃষ্ণার্ত কাক তার পিপাসা মেটাতে অর্ধেক কলসি জলে নুড়ি ফেলে তার জলস্তর বাড়িয়েছিল। প্রখর বুদ্ধিমত্তায় কাকের জলতেষ্টা নিবারণের অনন্য সেই উপায় আমরা গল্পে পড়েছিলাম। প্রাণী হিসেবে কাক যে কতটা বুদ্ধিমান, ছোটবেলার সেই গল্পই এবার বইয়ের পাতা থেকে বাস্তবের মাটিতে নেমে এল। ক্যামেরায় ধরা পড়ল, পিপাসার্ত কাক একটি জলের বোতলে (Water Bottle) এক-এক করে পাথর (Pebbles) ভরে তার জলস্তর কানায় কানায় নিয়ে আসার চেষ্টা করছে। যাতে সেখান থেকে টুক করে জলপান করতে তার সুবিধা হয়। টুইটারের এই ভিডিয়োই যেন ব্যবহারকারীদের নিয়ে গিয়েছে স্মৃতির গলিপথে।

টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন @TansuYegen নামের এক ইউজার। কাক যে কতটা বুদ্ধিমান হতে পারে, তারই দেখা মিলল ভিডিয়োতে। গরমের তীব্র দাবদাহে একটি কাককে দেখা গেল মাঠে এসে বসতে। সে যেখানে বসল, তার ঠিক পাশেই ছিল একটি জলের বোতল। সে বোতলে জল ছিল ঠিকই, কিন্তু সেই জলস্তর কাকের পানের জন্য মোটেই সুবিধাজনক ছিল না। অগত্যা তাকে সন্ধান করতে হয় কিছু নুড়ি-পাথরের, যাতে জলস্তরকে সামান্য তুলে সে তার পানীয়যোগ্য করে তুলতে পারে। বুদ্ধিমান কাকের সেই ভিডিয়োর ভিউ এখন 40 লাখ ছাপিয়ে গিয়েছে।

অকারণে নয়। কাকদের বুদ্ধিমান প্রাণী বলার পিছনে রয়েছে একাধিক কারণ। যে কোনও সময় তারা মানুষকে বেমালুম বোকা বানাতে পারে, বিভ্রান্তও করতে পারে। তার কারণ, খুব কম প্রাণীর কাছ থেকেই মানুষ বুদ্ধিমত্তা, চতুরতা এবং কৌশল আশা করেন। মানুষের মনে যখন এমন একটা ধারণা আগে থেকেই তৈরি হয়ে যায়, তখন শৈশবের গল্পটা সত্যি হয়ে গেলে সত্যিই বিস্মিত হতে হয়। ফারাকটা শুধু এক জায়গায়। গল্পের কাক কলসিতে নুড়ি ভর্তি করেছিল, আর বাস্তবের এই বুদ্ধিমান পাখিটা জলের বোতলে তা করে দেখাল।


টুইটারে এই ভিডিয়োর ক্যাপশনে কাকটিকে স্মার্ট বলা হয়েছে। তার স্মার্টনেসের এই ভিডিয়োটি দেখে অনেকেই অবাক হয়েছেন। ব্যবহারকারীদের অনেকেই জানতে চেয়েছেন, এই ভিডিয়োটি সত্যি কি না? অনেকে আবার ওই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনার জন্য।

একজন লিখছেন, “আমি তো ভেবেছিলাম এটা শুধুই গল্প মাত্র। কিন্তু বাস্তবেও এবার দেখলাম, বোতলের জলের স্তর বাড়াতে একটা কাক তাতে পাথর যোগ করল।” আর একজন যোগ করলেন, “কাক এমনই একটা প্রাণী, যাদের একটু হলেও বুদ্ধিমত্তা রয়েছে।” এখন এই ভিডিয়ো যে মানুষকে কতটা প্রভাবিত করেছে, তার প্রমাণ মিলেছে ভিউ থেকে। 2 এপ্রিল শেয়ার করা এই ভিডিয়োর ভিউ এর মধ্যে 43.4 লাখ।

Next Article