AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: প্রবল স্রোতে ভাসছে কিশোর, চারদিকে ঘিরে রয়েছে কুমির! তারপর কী হল? দেখুন ভাইরাল ভিডিয়োয়

A Boy Drowning in Crocodile-filled River: স্রোতের মধ্যে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে ওই কিশোর। তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে কুমির। এই ভিডিয়ো দেখে চমকে উঠবেন আপনিও।

Viral Video: প্রবল স্রোতে ভাসছে কিশোর, চারদিকে ঘিরে রয়েছে কুমির! তারপর কী হল? দেখুন ভাইরাল ভিডিয়োয়
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 6:41 PM
Share

Chilling Viral Video: প্রতিদিন নানা ধরনের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিয়ো এমন হয় যেগুলো আনন্দ জোগায় দর্শকদের মনে। কিন্তু তার মধ্যে আবার এমনও অনেক ভিডিয়ো থাকে যা দেখে কাঁটা দিয়ে ওঠে শরীরে। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে শিউরে উঠবেন আপনিও। নদীতে পড়ে গিয়েছে একটি কিশোর। প্রবল স্রোতের মধ্যে নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছে ওই কিশোর। তার চারদিকে ঘুরে বেড়াচ্ছে কুমির। এই ভিডিয়ো দেখে চমকে উঠবেন আপনিও।

কোনওভাবে ওই বাচ্চা ছেলেটি নদীতে পড়ে যায়। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, নদীতে স্রোতও প্রবল। তার মধ্যে নিজেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই কিশোর। একবার ডুবে যাচ্ছে আবার পরক্ষণে বাঁচার তাগিদে ভেসে উঠছে সে। বাঁচার জন্য চিৎকার করে সে সাহায্যের হাত চাইছে। কিন্তু কোনওভাবেই সে নিজেকে বাঁচাতে পারছে না। বরং স্রোতের সঙ্গে সে ভেসে চলেছে। পাশাপাশি এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ওই কিশোরের পাশে ঘুরছে বেশ কয়েকটি কুমির। এই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন সকলেই।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো,

ঠিক যে মুহূর্তে কুমিরটা কিশোরের কাছে আসে একটি উদ্ধারকারী নৌকা তার কাছে আসে এবং তাকে উদ্ধার করে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই উদ্ধারকারী নৌকা থেকে এক ব্যক্তি ওই কিশোরকে হাত ধরে টেনে তোলে। সময় মতো কিশোরটি উদ্ধার না করলে বাচ্চা ছেলেটিকে হয়তো কুমিরে টেনে নিয়ে যেত। কিংবা স্রোতের টানে নদীর জলে তলিয়ে যেত।

এই ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন নেটিজেনরাও। এই ভাইরাল ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক শচিন কৌশিক। ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি শচিন লিখেছেন যে, “এটা একেবারে যেন কোনও সিনেমার দৃশ্য। চম্বল নদীতে ডুবে যাচ্ছিল কিশোর। তার পিছনেই ছিল কুমির। সঠিক সময়ে উদ্ধারকারী টিম পৌঁছে যায় এবং ছেলেটাকে হাত ধরে তুলে নেয়। স্যালুট।”

ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে যে ঘটনাটি চম্বল নদীতে ঘটেছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ৯৯ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন। রিটুইটের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। তবে ভাল বিষয়টি হল যে ওই কিশোরটি সুরক্ষিত।