Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রাণীদের নানা কাণ্ডকারখানার ভিডিয়ো ভাইরাল হয়। পশুদের বিভিন্ন কাজকর্ম দেখে চোখ সরাতে পারেন না নেটিজেনরা। গরম পড়তে না পড়তেই মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। তাহলে ভাবুন একবার অবলা পশুপাখিদের কী অবস্থা! হাতিকে পশুদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয়। কিন্তু কখনও কি গরমে কোনও হাতিকে এভাবে স্নান করতে দেখেছেন? তাও আবার নিজের ইচ্ছেমতো জলের পাইপ দিয়ে। কারণ এটি বিরল। হাতিরা (Elephant) সাধারণত নদীতে বা ঝিলে নেমে শুঁড়ে জল তুলে স্নান করে। এখানে মানুষের মতো জলের পাইপ তুলে স্নান করছে গজরাজ। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে অধিকাংশ নেটিজ়েনরা চোখ ফেরাতে পারেননি। গরমে নিজের শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা যে নিজেই করে নিতে পারে, তা ভালভাবে বুঝিয়ে দিয়েছে গজরাজ।। এতটাই গরম লেগেছে যে, তাকে কখন কে স্নান করিয়ে দেবে, তার অপেক্ষা করেনি। নিজেই জলের পাইপ দিয়ে স্নান সেরে নিচ্ছে।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি হাতি জলের পাইপ দিয়ে স্নান করছে। গজরাজ জলের পাইপটিকে তার শুঁড় দিয়ে ধরে ভালভাবে পুরো শরীরে জল দিচ্ছে। দেখে যেন মনে হবে, তাকে শেখানো হয়েছে কীভাবে স্নান করতে হয়। অবাক ব্য়পার হল, তার শুঁড় থেকে একবারও পাইপটি পড়ে যায়নি। IFS সুশান্ত নন্দা তার টুইটার অ্যাকাউন্ট @susantananda3-এ গজরাজের এই ভিডিয়োটি শেয়ার করেছেন। শেয়ার করে ক্য়াপশনে লিখেছেন, “আমি বন্য প্রাণীকে আটকে রাখা সমর্থন করি না। কিন্তু হাতিদের বুদ্ধিমত্তাকে সমর্থন করি। এরা বিস্ময়কর প্রাণী। নিজেই স্নান সেরে নিচ্ছেন।”
I don’t support keeping wild in confinement,
But support the intelligence of elephants…marvellous creatures.
Here taking a bath on his own ?? pic.twitter.com/jZvhF3OJRM— Susanta Nanda (@susantananda3) March 11, 2023
ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ঝরের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই হাতিকে দেখে। কেউ বলেছেন, “ও একেবারেই গরম সহ্য় করতে পারছিল না। তাই নিজেই স্নান সেরে ফেলছে।” আরও একজন কমেন্টে লিখেছেন, “অপূর্ব লাগছে দেখে। আমার মনে হচ্ছে, ওকে শেখানো হয়েছে।”