Latest Viral Video: জঙ্গলের ভিডিয়ো সবসময়ই চিত্তাকর্ষক। কারণ, সেখানে এমনই কিছু ঘটনা ঘটে যায় যা লোকালয়ের সঙ্গে বড্ড বেমানান। আর জঙ্গলের সেই ভিডিয়োগুলিই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। তবে জঙ্গলের এমনতর ভাইরাল হওয়া ভিডিয়োগুলির মধ্যে একটা কমন ফ্যাক্টর রয়েছে। বন-জঙ্গলের ভাইরাল হওয়া ভিডিয়োগুলির মধ্যে বেশির ভাগই শক্তিশালী প্রাণীর তার থেকে অপেক্ষাকৃত দুর্বল কাউকে আক্রমণ করার। তবে উল্টোটাও কখনও-কখনও নজরে আসে আমাদের। সম্প্রতি নেটপাড়ায় এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে অবাক কায়দায় একটি লেপার্ডকে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে একটি হরিণের উপরে।
হরিণটার কোনও ধারণাই ছিল না যে, তার উপরে এভাবে একটা লেপার্ড ঝাঁপিয়ে পড়তে পারে। ভিডিয়োটার শুরু থেকে শেষ পর্যন্ত লেপার্ডের অসাধারণ শিকারের দক্ষতা দেখা গিয়েছে। ছোট্ট একটা ভিডিয়ো, তবে তা দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। দেখা গেল, গাছের এক্কেবারে মগডাল থেকে একটি হরিণের উপরে ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। হরিণটার কোনও ধারণাই ছিল না যে, এভাবেও সে শিকার হতে পারে।
ভিডিয়োতে দেখা গেল, হরিণের উপরে ঝাঁপিয়েই তার ঘাড় মটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে লেপার্ডটি। কিন্তু কিছুতেই যেন তাকে বাগে আনতে পারছিল না। তার কারণ এই হরিণটিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রাণপণ লড়াই চালিয়ে গিয়েছে সে-ও। যতটা সম্ভব, যতক্ষণ সম্ভব, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে হরিণটি।
ইনস্টাগ্রামে Wyldlyf নামক পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আক্রমণ যখন উপর থেকে আসে। লেপার্ড তার সেরা ফর্মে।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। কমেন্ট করে একজন লিখছেন, ‘এভাবেও যে কেউ আক্রমণ করতে পারে, সত্যি জানা ছিল না।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘এই কারণেই লেপার্ড শিকারের রাজা।’ আর একজন স্রেফ লিখে দিলেন, ‘আশ্চর্যজনক।’