AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ‘আসো গো, চলো গো!’ খেতে চাইছেন না বর, আদরমাখা স্বরে কনের ডাক এখন ব্যাপক ভাইরাল

Viral Video Today: বিয়ে শেষ হয়েছে অনেকটা রাতে। বরের সে ভাবে আর খাওয়ার ইচ্ছে নেই। কিন্তু সদ্য বিবাহিতা তাঁর স্ত্রী তাঁকে এতটাই আদরের স্বরে ডাকছেন যে, শুনলে আপনার মনটা ভরে যাবে। সে স্বর বড়ই মজাদার, একবার শুনলেই যেন আপনার কানে বাজতে থাকবে। বিবাহবাসরে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাও সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর কাণ্ড-কারখানায় বেজায় হাসাহাসি করছিলেন।

Viral Video: 'আসো গো, চলো গো!' খেতে চাইছেন না বর, আদরমাখা স্বরে কনের ডাক এখন ব্যাপক ভাইরাল
মন ভাল করা একটা ভিডিয়ো।
| Edited By: | Updated on: May 18, 2023 | 9:03 PM
Share

Latest Viral Video: বাঙালি বিয়ে মানেই আলাদা একটা উন্মাদনা থাকে মানুষের মধ্যে। আত্মীয়স্বজনরা অপেক্ষা করে বসে থাকেন, কেমন সাজবেন, কী-কী খাওয়াদাওয়া হবে, বহু দিন পরে পরিচিতদের সঙ্গে দেখা হবে- এমনই কত চিন্তাভাবনা ঘোরাফেরা করে। বাঙালির বিয়ে যে কতটা মজাদার হতে পারে, তার প্রমাণ মিলল সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকে। দেখা গেল, বিয়ে শেষ হয়েছে অনেকটা রাতে। বরের সে ভাবে আর খাওয়ার ইচ্ছে নেই। কিন্তু সদ্য বিবাহিতা তাঁর স্ত্রী তাঁকে এতটাই আদরের স্বরে ডাকছেন যে, শুনলে আপনার মনটা ভরে যাবে। সে স্বর বড়ই মজাদার, একবার শুনলেই যেন আপনার কানে বাজতে থাকবে। বিবাহবাসরে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরাও সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর কাণ্ড-কারখানায় বেজায় হাসাহাসি করছিলেন। এই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিয়োতে প্রথমে ওই কনেকে দেখা গেল, বরের হাত ধরে টানতে। তিনি বলছেন, “বহুত জোরে খিদে পেয়েছে।” তার উত্তরে বর বলছেন, “এত রাত হয়ে গিয়েছে। সাতটা পর্যন্ত থাকলে এমনিই আর খিদে পাবে না। তারপর আর কেউ খেতে দিলেও পারব না।” তাতে তাঁর স্ত্রীর বক্তব্য, “চল! অন্তত একটু হরলিক্স তো খাই।” তাতে বর বলে ওঠেন, “বেশ, তাহলে ভাল করে যেতে বল।” এরপরেই কনে সেই মজাদার স্বরটি ধরেন, যা শুনে সেখানে উপস্থিত লোকজনকে হাসিতে ফেটে পড়তে দেখা যায়।

কনে বরের হাত ধরে টানতে থাকেন আর বলেন, “আসো গো, চলো গো, খাওয়াদাওয়া করব গো!” তারপরেই বরের মুখে দেখা যায় একগাল হাসি। ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করেছেন Avra Sengupta নামের এক ইউজার। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “খিদে পেয়ে গিয়েছে। রাত তখন সাড়ে তিনটে।” এক সপ্তাহ আগেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই প্রচুর মানুষ তা দেখে ফেলেছেন। 104,003 লাইক পড়েছে এই ভিডিয়োতে। কমেন্টও করেছেন প্রচুর মানুষ।

ভিডিয়ো দেখেই বোঝা গিয়েছে, বর ও কনে একে অপরের পরম বন্ধু। কমেন্ট সেকশনে একজন লিখছেন, “তাঁরা খুবই ভাগ্যবান যে, ভাসবেসে বিয়ে করতে পেরেছেন।” আর একজন যোগ করেছেন, “কী সুন্দর করে তিনি বললেন। খুব কিউট কাপল।” তৃতীয়জন লিখছেন, “যখন আপনি আপনার প্রিয়বন্ধুকে বিয়ে করেন।”