Viral Video: পুরনো বোতলেই ঢুকছে রেলস্টেশনের কলের জল, ক্যাপ পরিয়েই হচ্ছে সিল, দেখুন কী কাণ্ড

Viral Video Today: সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো বহু পুরনো একটি প্রশ্ন যেন নতুন করে তুলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, কোনও একটি রেলওয়ে স্টেশনে (Railway Station) ব্যবহৃত জলের বোতলগুলিতেই জল ভরছে একটি ছেলে। তারপর সেগুলি এক অবাক কৌশলে পুনরায় সিল করছে। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োটি খুবই ভাইরাল হয়েছে।

Viral Video: পুরনো বোতলেই ঢুকছে রেলস্টেশনের কলের জল, ক্যাপ পরিয়েই হচ্ছে সিল, দেখুন কী কাণ্ড
টাকা দিয়ে জল কিনে রেলের কলের জলই ঢুকছে আপনার পেটে!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 05, 2023 | 7:07 PM

Latest Viral Video: সিল করা বোতল থেকে যে জল আমরা পান করছি, তা সত্যিই বিশুদ্ধ তো? এই প্রশ্ন বিভিন্ন সময়ে উঠতে থাকে ঠিকই। কিন্তু তার সদুত্তর তো মেলে না। ট্রেনে, বাসে এই গরমে আমরা যেখানেই যাচ্ছি, সব সময় আমাদের সঙ্গে জলের বোতল রাখা সম্ভব হচ্ছে না। অগত্যা, ট্রেন-বাসে যাঁরা সিলড প্যাক জলের (Mineral Water Bottle) বোতল বিক্রি করেন, তাঁদের শরণাপন্ন হতে হচ্ছে আমাদের। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো বহু পুরনো একটি প্রশ্ন যেন নতুন করে তুলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, কোনও একটি রেলওয়ে স্টেশনে (Railway Station) ব্যবহৃত জলের বোতলগুলিতেই জল ভরছে একটি ছেলে। তারপর সেগুলি এক অবাক কৌশলে পুনরায় সিল করছে। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োটি খুবই ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি এদেশেরই কোনও এক রেলস্টেশনের। সেখানে দেখা গেল, স্টেশনের যেখানে পানীয় জলের জন্য ট্যাপ কলগুলি থাকে, সেখান থেকেই বোতলে জল ভরছে একটি ছেলে। সিল করা জলের বোতলগুলিতে আমরা যেমন ক্যাপ দেখতে পাই, ছেলেটিও সেই ক্যাপগুলিকে এক-এক করে বসাচ্ছে। আর তাতেই জলের বোতলগুলি সিল করে ফেলছে সে।


ইনস্টাগ্রামে অমরজিত সিং নামের এক ব্যক্তি ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখছেন, “দেখুন, পুরনো বোতলগুলিকে কীভাবে সিল করে নতুন করা হয়।” প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে।

কেউ লিখেছেন, ‘পয়সা দিয়ে জল কেনার পরেও আমাদের এরকম নোংরা জল খেতে হয়।’ কেউ যোগ করেছেন, ‘এই কারণেই আমার মনে হয়, কখনও রেলস্টেশনে, ট্রেনে বা বাসে জল কেনা উচিত নয়।’ তৃতীয় একজনের বক্তব্য, ‘আমাকে ক্ষমা করবেন! আমি এটা ভাবতে বাধ্য হচ্ছি যে, নিজের পেটের কথা ভেবে একপ্রকার বাধ্য হয়ে ছেলেটিকে এমনটা করতে হয়।’ চতুর্থ জন লিখলেন, ‘ওরা খুব গরীব। ওদের কথা ভেবে ভিডিয়োটা ডিলিট করে দিন প্লিজ়।’