Latest Viral Video: আমরা অনেকেই সাপ দেখলে আঁতকে উঠি। টিভির পর্দাতেই সাপ দেখে আমরা থতমত খেয়ে যাই, সামনে দেখার কথা তো না হয় বাদই দিলাম। আবার কিছু এমন মানুষ আছেন, সাপেদের সঙ্গে যাঁদের অপার ভালবাসা। সাপ উদ্ধারে তাঁরা কাজ করে থাকেন, সাপেদের প্রাণ বাঁচাতে তাঁরা যেন সত্যিই নিবেদিত প্রাণ। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিরাট অজগরের সঙ্গে আলিঙ্গন করে বসে রয়েছেন এক মহিলা। খালি ওই একটাই নয়, একাধিক অজগর মহিলাকে ঘিরে রেখেছিল।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @thereptilezoo নামক একটি হ্যান্ডেল থেকে। এই পেজটি থেকে নিয়মিত সাপ-সহ অন্য আরও সরীসৃপদের ভিডিয়ো শেয়ার করা হয়। মহিলাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল, ওই সাপেদের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাঁর। সরীসৃপগুলিকে তিনি যে বড়ই যত্নে রাখেন, তা মহিলার আদরেই স্পষ্ট হয়েছে।
তবে এই ভিডিয়ো অনেকের মনেই ভয় ধরাতে পারে! ওই মহিলাই সম্ভবত চিড়িয়াখানার রক্ষক। সরীসৃপগুলিকে আলিঙ্গন করার সময় তাঁকে এক্কেবারে নিশ্চিন্ত মনে হল। ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ 239K ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। তবে তাঁদের বেশিরভাগই উদ্বেগ প্রকাশ করে মহিলাকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।
একজন বলছেন, ‘আমি তো মোটেই এতটা হাসিখুশি থাকতে পারব না, যদি এরকম একটা সাপ আমার পাশে ঘোরাঘুরি করে।’ আর একজন যোগ করলেন, ‘মহিলা তো মনে হচ্ছে সাপেদের বিছানায় বসে আছেন!’ কেউ কেউ এই ভিডিয়োকে ‘মর্মান্তিক’ বলেও দাবি করেছেন।