Viral Video: ‘ধক ধক করনে লগা’ গানে নেটদুনিয়ায় হিল্লোল তুললেন এই মহিলা

Viral Video Today: জনপ্রিয় বলিউড ছবি 'বেটা'র 'ধক ধক করনে লগা' গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। গানের প্রত্যেকটা বিটে তিনি এমনই নৃত্য প্রদর্শন করেছেন, তা যেন হিল্লোল তুলেছে নেটমাধ্যমে। সুন্দর একটি শাড়ি পরে এমনই সব স্টেপ তিনি দেখিয়েছেন, অল্প সময়েই তরুণদের মনে তা জায়গা করে নেওয়ার মতো।

Viral Video: ধক ধক করনে লগা গানে নেটদুনিয়ায় হিল্লোল তুললেন এই মহিলা
নেটদুনিয়ায় ঝড় তুলছেন ইনি!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 22, 2023 | 8:45 AM

Latest Viral Video: ইন্টারনেটের জগত যদি কেউ শাসন করে, তাহলে তা সোশ্যাল মিডিয়া ছাড়া আর কিছু নয়। আর সেই সোশ্যাল মিডিয়ার শাসনভার যাঁদের হাতে রয়েছে, তাঁরা দেশ-বিদেশের কনটেন্ট ক্রিয়েটর। তাঁদের দৌলতেই নেটদুনিয়ায় রাতদিন হরেক কিসিমের ভিডিয়ো দেখতে পাই আমরা। সেই সব ভিডিয়ো প্রাত্যহিক ঝক্কি সামাল দিতে আমাদের মনটাকে ফুরফুরে রাখে বৈকি! ইনস্টাগ্রামে এমন কিছু কনটেন্ট ক্রিয়েটর আছে, যাঁদের নাচ দেখে মোহিত হন অনেক মানুষ। আর সেই সব কনটেন্ট ক্রিয়েটরদের একটা বড সংখ্যক ফলোয়ারও রয়েছে।

fiercelyfemi9 নামক একটি ইনস্টা হ্যান্ডেল হল তারই জলজ্যান্ত উদাহরণ। এখানে যে মহিলা বিভিন্ন ভিডিয়োতে নাচেন, তাঁর নাম অজানা। কিন্তু প্রতিভাবান ওই নারীর নাচে আকৃষ্ট হন অনেক পুরুষ। সম্প্রতি সেরকমই একটি গানে সোশ্যাল মিডিয়ায় তিনি যেন আগুন জ্বালিয়েছেন। ব্যাপক ভাইরাল হয়েছে ওই মহিলার নাচের ভিডিয়োটি।


জনপ্রিয় বলিউড ছবি ‘বেটা’র ‘ধক ধক করনে লগা’ গানে তাঁকে নাচতে দেখা গিয়েছে। গানের প্রত্যেকটা বিটে তিনি এমনই নৃত্য প্রদর্শন করেছেন, তা যেন হিল্লোল তুলেছে নেটমাধ্যমে। সুন্দর একটি শাড়ি পরে এমনই সব স্টেপ তিনি দেখিয়েছেন, অল্প সময়েই তরুণদের মনে তা জায়গা করে নেওয়ার মতো। ভিডিয়োটার পরতে পরতে ফুটে উঠেছে নৃত্যশিল্পীর আত্মবিশ্বাস। কোমড়ের প্রতিটা মোচড় আর হাতের তরঙ্গে আসমুদ্র হিমাচলের মন জিতে নিয়েছেন তিনি।

অবাক হওয়ার কিছু নেই যে মন্ত্রমুগ্ধকর এই নাচ কত মানুষের মন জয় করেছে। সংখ্যাটা সত্যিই অগুনতি। এর মধ্যেই ভিডিয়োটি 45,000-এর বেশি লাইক পেয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োতে কমেন্ট করেছেন। এককথায় এই ভিডিয়োর কমেন্ট সেকশন নেটিজ়েনদের কাছ থেকে ভালবাসা এবং প্রশংসায় পূর্ণ হয়ে উঠেছে। আর তা যেন সত্যিই এই অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য যথেষ্ট নয়।