Viral Video: মুখে হাসি নেই, তবুও এই অজগর ‘স্মাইলি ফেস’ এর, ভিডিয়োটা না দেখলে বিশ্বাস হবে না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 18, 2023 | 7:49 PM

Smiley Face Python: সাদা ও সোনালি রঙের অজগর সাপটিকে এক ব্যক্তি তাঁর হাতের তালুতে রেখেছেন। সেই সাপেরই শরীরে একটি হলদে রঙের স্মাইলি ফেস দেখা গিয়েছে, যা ঠিক ইমোজির মতোই। সাদা রঙের সাপটি দেখতে যতটাই আশ্চর্যজনক, তা ঠিক ততটাই আকর্ষণীয়। সাপের এই ভিডিয়োটাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।

Viral Video: মুখে হাসি নেই, তবুও এই অজগর স্মাইলি ফেস এর, ভিডিয়োটা না দেখলে বিশ্বাস হবে না
সাপের মুখে হাসি নেই, তার তার স্মাইলি ফেস!

Follow Us

Latest Viral Video: সাপ আবার হাসতে পারে নাকি! জীবনে কখনও ‘স্মাইলি ফেস’ পাইথন দেখেছেন? সত্যিই কিন্তু সেরকম সাপ রয়েছে। তবে তার ‘ফেস’ ‘স্মাইলিং’ নয়। অর্থাৎ আপনি সেই পাইথনটিকে আক্ষরিক অর্থে হাসতে দেখবেন না। যা দেখবেন, তা হল সেই অজগরের শরীরে অদ্ভুত একটা দাগ, যা দেখতে এক্কেবারে স্মাইলি ফেসের মতো। এই প্রজাতির অজগরগুলিকে বলা হয় পাইড বল পাইথন (Pied Ball Python)। এই সাপগুলি অনন্য, বিরল এবং আশ্চর্যজনক তাদের শরীরের এই অদ্ভুত ইমোজিগুলির জন্যই।

ইনস্টাগ্রামে @LADbible নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই সাপটি স্পষ্টত ধরা পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাদা ও সোনালি রঙের অজগর সাপটিকে এক ব্যক্তি তাঁর হাতের তালুতে রেখেছেন। সেই সাপেরই শরীরে একটি হলদে রঙের স্মাইলি ফেস দেখা গিয়েছে, যা ঠিক ইমোজির মতোই। সাদা রঙের সাপটি দেখতে যতটাই আশ্চর্যজনক, তা ঠিক ততটাই আকর্ষণীয়। সাপের এই ভিডিয়োটাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।


ক্লিপটিতে ওই ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, ‘আপনি কি কখনও স্মাইলিং ফেসের পাইথন দেখেছেন? এটি আসলে একটি পাইড বল পাইথন। এই ধরনের সাপগুলি সত্যিই বিরল। ভিডিয়োটা দেখে পরিষ্কার বুঝতে পেরেছেন, সাপটির মুখে বিন্দুমাত্রও হাসি নেই। আসলে এর শরীরে রয়েছে একটি স্মাইলি ফেস। সাপটি দেখতে অনেকটাই চিটকোবরা প্যাটার্নের মতো। আমি খুবই ভাগ্যবান, কারণ এই সাপটি আমার কাছে আছে। স্মাইলি ফেস প্যাটার্নের কারণেই সাপটি অত্যন্ত বিরল। জর্জিয়ায় এই সাপ বিক্রি হচ্ছে 6000 মার্কিন ডলারে।’

গত 17 অগস্ট ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। তারপর থেকে তা লাইক করেছেন প্রায় 20 হাজারেরও বেশি মানুষ। প্রচুর মানুষ ভিডিয়োতে কমেন্ট করেছেন। নেটিজ়েনরা এই অদ্ভুত সাপটি দেখে অবাক হয়েছেন। NDTV-র একটি রিপোর্ট অনুযায়ী, 2021 সালেও ঠিক এরকমই একটি সাপের ছবি প্রকাশ্যে এসেছিল। তার শরীরেও দেখা গিয়েছিল এই স্মাইলি ফেসের ইমোজি।

কিছু দিন আগে আবার একটি সাপের পিঠে তিনটি স্মাইলি ফেসের ইমোজিও দেখা গিয়েছিল। সেই সাপটি প্রায় 5.3 লাখ টাকায় বিক্রি করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। সিএনএন-এর একটি রিপোর্টে জাস্টিন কোবালিকা নামের এক সাপ প্রজননকারীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘প্রতি 20টি অজগরের মধ্যে একটিতে স্মাইলি ফেসের ইমোজির মতো একটি চিহ্ন থাকতে পারে।’

Next Article