AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: হাতের বন্দুকের ইশারায় সাপের মরে যাওয়ার ভান! অস্কার নিয়ে যাবে বলছেন নেটিজ়েনরা

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেল, সাপের দিকে আঙুলে করেই বন্দুক তাক করার নাটক করলেন ব্যক্তি। আর তাতে সাপটা ভয়ে পিছু হটে এমনই একটা হাবভাব করল, মনে হল যেন মরেই গিয়েছে সে। হাতের ইশারা ঠিক এতটাই বুঝতে পেরেছে সাপটা।

Viral Video: হাতের বন্দুকের ইশারায় সাপের মরে যাওয়ার ভান! অস্কার নিয়ে যাবে বলছেন নেটিজ়েনরা
সাপের এমন অভিনয়, সত্যি ভাবা যায় না!
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 8:45 AM
Share

Latest Viral Video: মরার ভান করছে একটি সাপ। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। দেখে মনে হচ্ছে যেন সাপটা সত্যিই মরে গিয়েছে। ও বাবা! পরে বোঝা গেল, এ যে ডাহা অভিনয়! তবে যিনি সেই সাপের সঙ্গে খেলা করছিলেন, তাঁর সঙ্গে কিউট সরীসৃপটির ভাল রকম বন্ধুত্ব আছে বলেই মনে হচ্ছে। তাছাড়া এমন ব্যতিক্রম আর কোথায়ই বা দেখা যায়।

ভিডিয়োতে দেখা গেল, সাপের দিকে আঙুলে করেই বন্দুক তাক করার নাটক করলেন ব্যক্তি। আর তাতে সাপটা ভয়ে পিছু হটে এমনই একটা হাবভাব করল, মনে হল যেন মরেই গিয়েছে সে। হাতের ইশারা ঠিক এতটাই বুঝতে পেরেছে সাপটা। তাছাড়াও যে সাপকে আমরা দৃষ্টিহীন বলে মনে করি, সে এভাবে একটা মানুষের হাতের ইশারা বুঝতে পারে তা সত্যিই অবাক করার মতো।

যাইহোক, এটি সত্যিই খুব বিরল যে, একটি সাপ এমন আচরণ করে- হাতের হাতের অঙ্গভঙ্গি বুঝতে এতটাই পারদর্শী সে। যদিও এই ভিডিয়ো রেকর্ডিংয়ের পিছনে কোনও কৌশল আছে কি না তা আমাদের জানা নেই। তবে ভিডিয়োটিতে আমরা প্রাথমিকভাবে যা দেখতে পারি, হাতের ইঙ্গিত দেখে একটি সরীসৃপের মরে যাওয়ার খেলা দেখতে বড়ই অদ্ভুত, সুন্দর এবং মজারও লাগল।

আমার বা আপনার কেন! নেটিজ়েনরাও এই ভিডিয়ো দেখে বেজায় মজা পেয়েছেন। গত 15 সেপ্টেম্বর ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে User world_of_snakes নামক একটি পেজ থেকে। প্রচুর মানুষ তা দেখেছেন, লাইকও পড়েছে অগুনতি। কমেন্ট সেকশনও নানাবিধ মন্তব্যে উপচে পড়ছে।

ভিডিয়োটি দেখার পর একজন ব্যবহারকারী মন্তব্য করছেন, ‘সাপটা মনে হয় পেট ঘষতে চাইছিল।’ আর একজন যোগ করলেন, ‘খুব মজা পেয়েছি ভিডিয়োটা দেখে।’ তৃতীয় জন সবথেকে বড় পয়েন্টটা তুলে দিয়ে বললেন, “পরের বার অস্কারটা এই নিয়ে যাবে।”