AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতের থানার অতিথি, ঢুকে পড়ল তিনটি ভালুক ছানা!

গাড়ির মধ্যে থেকে তোলা তিনটি ভালুক ছানার অন্য একটি ভিডিও একই সঙ্গে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রাতের থানার অতিথি, ঢুকে পড়ল তিনটি ভালুক ছানা!
রাতের অতিথি। ছবি টুইটার থেকে গৃহীত।
| Updated on: Jan 01, 2021 | 4:28 PM
Share

একটা গাড়ি, একটা স্কুটার পার্ক করে রাখা। বড় আলো জ্বলছে, যেমন জ্বলে প্রতিদিন। ছত্তিশগঢ়ের কঙ্কর থানার সামনেটা প্রতিদিনের মতোই। তার মধ্যেই হেঁটে ঢুকে পড়ল তারা। প্রথমে একজন। সেই বোধহয় নেতা। পরে পাশাপাশি আরও দুজন। হাঁটছে চারপায়ে কিছুটা দুলে। তারা অর্থাৎ তিনটি ভালুক ছানা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল এমন ভিডিও (viral video)।

আইপিএস অফিসার দীপাংশু কাবরা সম্প্রতি এমন একটি ভিডিও টুইট করেছেন। তারপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দীপাংশু মজা করে লিখেছেন, এই তিনটি ছানা রাতে থানায় গিয়েছে সারপ্রাইজ ইন্সপেকশনে। “থানায় গভীর রাতের সারপ্রাইজ ইন্সপেকশন। পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়েছে তিনটি ভালুক ছানা” লিখেছেন তিনি।

এই অনাকাঙ্খিত অতিথি আগমনে কর্তব্যরত পুলিশকর্মীরা এতটুকুও বিচলিত হননি। বরং পেশাদারের মতো সামলেছেন পরিস্থিতি। এই সব পরিস্থিতি সামলেও যে পুলিশকর্মীরা সাধারণ মানুষের প্রতি কর্তব্যে অবিচল থাকেন, তাঁদের স্যালুট জানিয়েছেন দীপাংশু।

গাড়ির মধ্যে থেকে তোলা তিনটি ভালুক ছানার অন্য একটি ভিডিও একই সঙ্গে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন, ২০২০-র হায়েস্ট পেইড ইউটিউবার রায়ানের আয় কত?