সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখে সবাই অবাক। এই ভিডিয়োতে কয়েকজনকে সুইমিং পুলে স্নান করতে দেখা যাচ্ছে। স্নান করার সময় তার চোখ পড়ে সুইমিং পুলে সাঁতার কাটা একটি বাঘের ওপর। বাঘকে দেখে লোকজনের এমন এমন অবস্থা হয় যে, তারা সঙ্গে সঙ্গে পুল ছেড়ে বাইরে দৌড়াতে শুরু করে। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি কোনও পুলে স্নান করছেন, হঠাৎ করে তখন একটি বাঘ যদি আপানর সামনে চলে আসে, তাহলে কী অবস্থা হবে। ঠিক তেমনই অবস্থা হয়েছে সেখানে উপস্থিত লোকজনের।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিছু লোক সুমিং পুলে স্নান করতে নেমেছে। হঠাৎ করে তাদের পিছন থেকে একটি বাঘ সাঁতার কাটতে কাটতে আসে। আর একজনের চোখ পড়ে সেই বাঘটির দিকে। সঙ্গে সঙ্গে বাকিরা বাঘটিকে দেখতে পেয়ে হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে আসে। জানা গিয়েছে, ভিডিয়োটি দুবাইয়ের। সুইমিং পুলে স্নান করা লোকদের নিয়ে একটি প্র্যাঙ্ক করা হয়েছিল। বাঘটিকে দেখা মাত্রই কিছু লোক ভেবেছিল যে সে তাদের আক্রমণ করবে। কিন্তু বাঘটি তা একেবারেই করেনি। আজকাল প্র্যাঙ্ক ভিডিয়োগুলো বহু মানুষের কাছেই পরিচিত। এক কথায় সেই সব ভিডিয়ো ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ মজার ছলে করা কিছু ভিডিয়ো।
ভিডিয়োটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর মানুষ তা লাইক করেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ কমেন্ট করেছেন, “জল থেকে ওঠার সময় বড় কোনও বিপদ হয়ে যেতে পারত।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আমি নিজেও বাঘটিকে দেখে চমকে উঠেছি।”