Latest Viral Video: বাঘের থেকে হিংস্র প্রাণী এই পৃথিবীতে আর কী-ই বা আছে। চিড়িয়াখানায় খাঁচার এপার থেকেই ব্যাঘ্র গর্জনে কুপোকাত হয়ে যান অনেকে। তাই তো রায় বাবুর মতো মানুষও তাঁর গানে সেই কবে পায়ে পড়ার কথা বলে গিয়েছেন! কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ভিডিয়ো দেখা গিয়েছে, যা এই সব পুরনো তত্ত্ব, মানুষের ভয়, চিরাচরিত ধারণাকে এক্কেবারে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ভিডিয়োতে দেখা গেল, সামনে হরিণ আসতেই উঠে গেল বাঘটি। আর তারপর তার পাশ দিয়েই বেরিয়ে গেল। কিন্তু হরিণটিকে আক্রমণ করল না বাঘটি।
IFS অফিসার রমেশ পাণ্ডে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের এক্কেবারে মাঝরাস্তায় আরাম করে বসে রোদ পোয়াচ্ছিল এক বাঘ। এমন সময় বাঘটির সামনে চলে আসে একটি হরিণ। তারপর বাঘটি উঠে পড়ে। হরিণের পাশ দিয়েই বেরিয়ে যায়, কিন্তু তাকে আক্রমণ করে না। এই কাণ্ড দেখার পরেই নেটিজ়েনরা একপ্রকার অবাক হয়ে গিয়েছেন। বলছেন, “এ যেন সত্যিই উলটপুরাণ!”
The tiger is a monk. It won’t bother you, or be bothered by you. It tries to maintain its composure as much as it can. Even if you are around it, it will most likely be unfazed. And even when a tiger expresses its aggression, it is mock. It’s a construct. pic.twitter.com/FcxsduIMx2
— Ramesh Pandey (@rameshpandeyifs) March 1, 2023
IFS অফিসার রমেশ পাণ্ডে ভিডিয়োর ক্যাপশনে লিখছেন, “বাঘ হল সন্ন্যাসী। সে আপনাকেও বিরক্ত করবে না, আপনার দ্বারাও বিরক্ত বে না। যতটা সম্ভব, সে তার সংযম বজায় রাখার চেষ্টা করবে। এমনকি, আপনি যদি তার আশেপাশেও থাকেন, তাহলে সে অপ্রস্তুত অবস্থায় পড়বে। শুধু তাই নয়। একটা বাঘ যখন আগ্রাসন দেখায়, তখন সেটা সত্যিই উপহাস।”
বুধবার 1 মার্চ ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছে। উত্তরাখণ্ডের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এই প্রতিবেদন রচনা করার সময় ভিডিয়োর ভিউ 76.6K। সংখ্য়াটা যে মুহূর্তে কয়েক লাখের গণ্ডি টপকে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনরা অবাক। বাঘের সাধুর মতো ব্যবহারে নেটিজ়েনরা মুগ্ধ। অনেকেই জানিয়েছেন যে, খিদে না পেলে ওরা কাউকে আক্রমণ করে না। কেউ আবার বলেছেন, “বুকে ধক থাকলে এই সাধুর সঙ্গে নিশ্চয়ই হাঁটতে যাওয়া যেতে পারে।” কেউ আবার এ-ও বলেছেন, “হরিণটারও সাহস বলিহারি। যে বাঘকে দেখে জঙ্গলের সবাই পালিয়ে বেড়ায়, এই হরিণটা নাকি তার সামনে দাঁড়িয়েছিল।” আর একজন যোগ করলেন, “বাঘেরা খুব চতুরতার সঙ্গে আক্রমণ করে।”