Viral Video: ইঞ্জেকশন পুশ করতেই ছোট্ট টমেটো মুহূর্তে ফুলে ঢোল! ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 28, 2023 | 12:18 AM

Viral Video Today: মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো। ব্যাপক ভাইরাল হয়েছে তা। সেখানে দেখা গেল, একটা প্লেটে রাখা আছে ছোট্ট ছোট্ট কিছু টমেটো। যখনই সেই টমেটোগুলিতে ইঞ্জেকশন দিয়ে হাওয়া ভরা হচ্ছে, তখনই সেগুলি ফুলে গিয়ে বড় আকারের টমেটো হয়ে যাচ্ছে। অবাক কাণ্ড না? এমন কাণ্ড আগে কখনও দেখেছিলেন?

Viral Video: ইঞ্জেকশন পুশ করতেই ছোট্ট টমেটো মুহূর্তে ফুলে ঢোল! ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়
ইঞ্জেকশন পুশ করতেই ছোট টমেটো বড় হয়ে যাচ্ছে?

Follow Us

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়া আশ্চর্যজনক সব জিনিসে পরিপূর্ণ। ফোনের ইন্টারনেটটা একবার অন করে নিলে আপনার অদেখা, অজানা আর কিছু থাকবে না। বন্যপ্রাণীদের যেমন দেখতে পাবেন, তেমনই আবার বিয়ে ও নানাবিধ আনন্দোৎসবের ভিডিয়োও আপনি এখানে দেখতে পান। তবে এহেন অজস্র সহস্র ভিডিয়োর ভিড়ে আমরা সিরিয়াস কিছু জিনিস মিস করে যাই। প্রায়শই আমরা দেখে থাকি, শাকসবজি বা ফলমূল থেকে রং বেরোতে। দেখে থাকি, আপেল থেকে মোম উঠছে বা পটল জলে ভেজানোর পর সেই জলের রংটাই সবুজ হয়ে যাচ্ছে। কিন্তু কখনও কি এমনটা দেখেছেন, যেখানে হাওয়া ভরে ছোট্ট একটা টমেটো ফুলে বড় হয়ে যাচ্ছে। তেমনই একটা ভিডিয়ো দেখে নেটিজ়েনরা মাথা চুলকোতে শুরু করেছেন।

মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো। ব্যাপক ভাইরাল হয়েছে তা। সেখানে দেখা গেল, একটা প্লেটে রাখা আছে ছোট্ট ছোট্ট কিছু টমেটো। যখনই সেই টমেটোগুলিতে ইঞ্জেকশন দিয়ে হাওয়া ভরা হচ্ছে, তখনই সেগুলি ফুলে গিয়ে বড় আকারের টমেটো হয়ে যাচ্ছে। অবাক কাণ্ড না? এমন কাণ্ড আগে কখনও দেখেছিলেন?


যদি ভেবে থাকেন ওই ইঞ্জেকশনের ভিতরে কোনও কেমিক্যাল ছিল, তাহলে ভুল ভাবছেন। এমনটা এক্কেবারেই নয়। সত্যিই ওই ইঞ্জেকশন দিয়ে কেবলই বাতাস ভরা হয়েছিল ছোট্ট ছোট্ট টমেটোর টুকরোগুলিতে। কিন্তু এমনটা কি সত্যিই সম্ভব? নাকি এটা এডিটিংয়ের কারসাজি?

হ্যাঁ, ঠিকই ধরেছেন। আসলে দুটো ফ্রেম এখানে এক করা হয়েছে। তার একটা ফ্রেমে কেবলই ছোট টমেটোতে হাওয়া ভরা ইঞ্জেকশন পুশ করা হচ্ছে। অপরটিতে একটা বড় গোটা টমেটো। দুইয়ে মিলেই তৈরি হচ্ছে একটা গোটা টমেটো।

Ashiq Billota Official নামক একটি ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। কমেন্টও করেছেন অনেকে। আর সেই সংখ্যাগুলি ক্রমশ বেড়েই চলেছে।

Next Article