Viral Video: ভৌতিক কাণ্ড! যাত্রী নেই, চালক নেই, রাতবেরেতে বনবন করে ঘুরেই চলেছে টোটো…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 29, 2023 | 1:58 AM

Viral Video Today: ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল একটা রাস্তায় রাত্রিবেলা বনবন করে ঘুরে চলেছে একটি টোটো রিক্সা। এই বাংলার বহু প্রান্তেই টোটো চলতে দেখি আমরা। তাই টোটো যানটির সঙ্গে ততটাও অপরিচিত নই আমরা। না, গাড়িটিতে কোনও যাত্রী ছিলেন না, তার চালকও ছিলেন না। তারপরেও সেই গাড়িটা কীভাবে ঘুরতে পারে, তা অনেকেরই অজানা।

Viral Video: ভৌতিক কাণ্ড! যাত্রী নেই, চালক নেই, রাতবেরেতে বনবন করে ঘুরেই চলেছে টোটো...

Follow Us

Latest Viral Video: এই ইন্টারনেটে তো কতকিছুই দেখি আমরা। কিন্তু ভৌতিক কোনও কাণ্ড কারখানা কমই নজর আসে আমাদের! আর যদি তা আসেও তাহলে তার সত্যতা যাচাই করা সম্ভব হয় না বলেই আমরা এড়িয়ে যাই সেগুলিকে। তেমনই একটি ঘটনা ঘটেছে। কিন্তু চোখের সামনে যা দেখছেন, তা তো আর অবিশ্বাস করা যায় না। এড়িয়েও যাওয়া যায় না। যদিও ভিডিয়োতে এমন কিছু আমাদের নজরে আসে, যাতে এডিটিংয়ের অনেক কারসাজিই থাকে। সম্প্রতি একটা ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, গভীর রাতে জনমানবহীন একটি রাস্তায় স্বয়ংক্রিয় ভাবে ক্রমাগত ঘুরেই চলেছে একটি টোটো

ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল একটা রাস্তায় রাত্রিবেলা বনবন করে ঘুরে চলেছে একটি টোটো রিক্সা। এই বাংলার বহু প্রান্তেই টোটো চলতে দেখি আমরা। তাই টোটো যানটির সঙ্গে ততটাও অপরিচিত নই আমরা। না, গাড়িটিতে কোনও যাত্রী ছিলেন না, তার চালকও ছিলেন না। তারপরেও সেই গাড়িটা কীভাবে ঘুরতে পারে, তা অনেকেরই অজানা।

ভিডিয়োটি যে রাত্রিবেলা তোলা হয়েছে, তা পরিষ্কার হয়ে গিয়েছে রাস্তার আলো এবং জনমানবহীন অবস্থাটা দেখে। টোটো রাস্তার ঠিক যে অংশটায় ঘুরছিল, সেখানে দুটি গরু ছাড়া আর কিসসু ছিল না। কলকাতা চিত্রগ্রাফি তাদের ইনস্টা পেজ থেকে কয়েক দিন আগেই। অনেক মানুষ এই ভিডিয়ো দেখেছেন, কমেন্টও করেছেন অনেক।

ভিডিয়োটি দেখার পরে অনেকের মনে হয়েছে, ওই টোটোটি অটোমেটিক্যালি স্টার্ট করা ছিল এবং সেই কারণেই সেটি একই অবস্থানে ঘুরে যাচ্ছিল। কেউ কেউ আবার বলেছেন, একই অবস্থানে সোজাসুজিও তো যেতে পারত টোটোটি। কেউ আবার বলেছেন, যিনি ভিডিয়োটি রেকর্ড করছিলেন তিনিই টোটোটিকে স্টার্ট দিয়ে ওই ভাবেই ঘুরিয়ে দিয়েছিলেন। সেই বক্তব্যকে যদিও আজগুবি বলে কাউন্টারও করেছেন অনেকে। সব মিলিয়ে এই ভিডিয়ো ঘিরে নেটিজ়েনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনা কোথায় ঘটেছে, তা জানা যায়নি।

TV9 বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

Next Article