Viral Video: প্লাস্টিক ব্যারেল, দড়ি আর একটা মুরগি, দেশীয় কায়দায় বাগে এল প্রকাণ্ড অজগর

Python Latest Video: প্রকাণ্ড এক অজগরকে সামান্য দড়ি আর ফাটা প্লাস্টিক ব্যারেলের সাহায্যে কাবু করা যায়, কখনও শুনেছেন? কখনও এমনটা ভেবেছেন যে, পাইথনকে ছোটো একটা মুরগির লোভ দেখানো সম্ভব?

Viral Video: প্লাস্টিক ব্যারেল, দড়ি আর একটা মুরগি, দেশীয় কায়দায় বাগে এল প্রকাণ্ড অজগর
Follow Us:
| Edited By: | Updated on: Mar 16, 2023 | 7:45 AM

Latest Viral Video: অভিনব কায়দায় ফাঁদে পড়ল বিশাল সাইজের অজগর। সবথেকে বড় সাপের তালিকায় ধরা হয় এই প্রজাতিকেই। বড় কোনও জঙ্গল ছাড়া এদের কোনওভাবে লোকালয়ে দেখা গেলে ডাক পড়ে বনদপ্তরের। আর তারপর বনকর্মীরা এসে নির্দিষ্ট প্রকৌশলে সাপ ধরে। তাই বলে প্রকাণ্ড এক অজগরকে সামান্য দড়ি আর ফাটা প্লাস্টিক ব্যারেলের সাহায্যে কাবু করা যায়, কখনও শুনেছেন? কখনও এমনটা ভেবেছেন যে, পাইথনকে ছোটো একটা মুরগির লোভ দেখানো সম্ভব? কেবল মুরগির লোভ দেখিয়ে তাকে বাগে আনা যায় ভেবেছেন? নিশ্চয়ই ভাবছেন, এমন আবার হয় না কি। এবার সোশ্যাল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে একটি পাইথনকে (Python) ধরার জন্য জ্যান্ত মুরগির (Chicken) লোভ দেখানো হয়েছে। আর তারপর যা হল, তা দেখলে আপনি চমকে উঠবেন। কী করল সাপ বাবাজি, দেখুন কাণ্ড।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জীবন্ত মুরগিকে মাটির ওপর একটি গাছের ডাল পুঁতে দাঁড় করানো হয়েছে। সেই সঙ্গে মুরগি ও জলের মাঝখানে একটি নীল রঙের বড় পাইপও শোয়ানো হয়েছে। পাইথনটি দ্রুত মুরগির দিকে আসতেই পাইপের মধ্যে ঢপকে যায়। পাইথন নিজেকে সেই ফাঁদ থেকে মুক্ত করার জন্য সমস্ত প্রচেষ্টা করেও ব্যর্থ হয়।

পাইথন ধরার একটি এই কৌশলটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটি একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 50 লাখেরও বেশি ভিউ হয়েছে। আর অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, ‘একটি প্লাস্টিকের পাইপ, কিছু লাঠি, দড়ি এবং একটি জীবন্ত মুরগি দিয়ে যে পাইথনকে ধরা যায়, তা দেখে আমি অবাক।’