AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MEA Notice to Indians: ‘যেভাবে পারুন, এখনই দেশে ফিরে আসুন’, ভারতীয়দের বড় নির্দেশ সরকারের

Travel Advisory: নাগরিক গণআন্দোলনে উত্তাল ইরান। বিক্ষোভকারীদের দমন করতে নির্বিচারে ক্ষমতা প্রয়োগ করছে প্রশাসন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফে সতর্কবার্তা জারি করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরানে যেতে বারণ করা হয়েছে।  

MEA Notice to Indians: 'যেভাবে পারুন, এখনই দেশে ফিরে আসুন', ভারতীয়দের বড় নির্দেশ সরকারের
আগুন জ্বলছে ইরানে।Image Credit: PTI
| Updated on: Jan 14, 2026 | 4:27 PM
Share

নয়া দিল্লি: কেন্দ্রের বড় নির্দেশিকা। ইরানে যেতে নিষেধ করা হল নাগরিকদের। যারা এই মুহূর্তে ইরানে রয়েছেন, তাদেরও যেকোনও উপায়ে ভারতে ফিরে আসতে বলা হয়েছে। নাগরিক গণআন্দোলনে উত্তাল ইরান (Iran)। বিক্ষোভকারীদের দমন করতে নির্বিচারে ক্ষমতা প্রয়োগ করছে প্রশাসন। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকারের তরফে সতর্কবার্তা জারি করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইরানে যেতে বারণ করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ইরানের পরিস্থিতির দিকে নজর রেখে আগামী নির্দেশ না আসা পর্যন্ত ভারতীয়দের ইসলামিক রিপাবলিক অব ইরানে যেতে বারণ করা হয়েছে।

পাশাপাশি ইরানে বর্তমানে যারা রয়েছেন, পর্যটক থেকে পড়ুয়া, ব্যবসায়ী-সকলকেই দ্রুত ভারতে ফিরে আসতে বলা হয়েছে। যে কোনও পথে, যে কোনও পরিবহনের মাধ্যমে ইরান থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে তাদের। যে সমস্ত জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই সমস্ত জায়গা এড়িয়ে যেতে বলা হয়েছে ভারতীয়দের।

যে সকল ভারতীয়রা ইরানে রয়েছেন, তাদের নিজেদের পরিচয়পত্র, পাসপোর্ট সহ সমস্ত ডকুমেন্ট রেডি রাখতে বলা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতে বলা হচ্ছে সে দেশে থাকা ভারতীয়দের। যারা এখনও তেহরানে দূতাবাসে রেজিস্টার করেননি, তাদের দ্রুত রেজিস্টার করতে বলা হয়েছে। ইতিমধ্য়েই ইমার্জেন্সি নম্বর ও ইমেইল সাপোর্টও চালু করা হয়েছে।

বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে আন্দোলন চলছে। ভঙ্গ অর্থনীতি, চরম আর্থিক সঙ্কট সহ একাধিক সমস্যায় জর্জরিত হয়েই সাধারণ মানুষ পথে নেমেছে, প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে। ইরান সরকার এই বিক্ষোভ দমন করতে কঠোর অবস্থান নিয়েছে। আন্দোলনকারীদের এবং তাদের সমর্থকদের ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ হয়তো প্রথম বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়া হতে পারে।

এই উত্তাল পরিস্থিতির মধ্যে নাক গলিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মঙ্গলবারই বিক্ষোভকারীদের পিছু হটতে বারণ করেছেন। তিনি লিখেছেন যে সাহায্য আসছে। তবে সেই সাহায্য ঠিক কী, তা ব্যাখ্যা করেননি ট্রাম্প।

IPAC কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় শুভেন্দু-সুকান্ত
IPAC কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় শুভেন্দু-সুকান্ত
নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে ভোটার তালিকায় নাম নয়, স্পষ্ট করল কমিশন
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য, শুভেন্দুকে নোটিস
শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেল? কবে থেকে বিদায় নিচ্ছে?
ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
ফর্ম ৭ কাণ্ডে এবার কী বলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য?
ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার
ভোটাধিকার কাড়ার চেষ্টা, বিজেপি-কমিশনকে তোপ মমতার
নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
নাম বাদের তালিকা নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার
গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র
গণ-ইস্তফার হুঁশিয়ারি! কমিশনে ডেপুটেশন জমা ২৩৬টি বুথের BLO-র
বাংলায় নিপা আতঙ্ক! উপসর্গ দেখা গেল আরও দু'জনের শরীরে
বাংলায় নিপা আতঙ্ক! উপসর্গ দেখা গেল আরও দু'জনের শরীরে
অতীত থেকে শিক্ষা! রুদ্ধদ্বার করেই হবে ইডি বনাম রাজ্যের শুনানি
অতীত থেকে শিক্ষা! রুদ্ধদ্বার করেই হবে ইডি বনাম রাজ্যের শুনানি