Latest Viral Video: মানুষকে যতই ট্রাফিক নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল করা হোক না কেন, রাস্তায় নামলে কিছুতেই তা মানে না। বছরভর কতরকমের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। যতক্ষণ না ফাইন করা হচ্ছে বা কেস দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনেক মানুষ সঠিকভাবে গাড়ি চালান না। কত মানুষ প্রতিদিন রাস্তায় নিয়ম লঙ্ঘন করেন। আর ট্রাফিক পুলিশরাও মানুষকে সতর্ক করতে করতে হাঁপিয়ে ওঠেন। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললে ট্রাফিং আইন ভাঙার ও শাস্তি পাওয়ার মজার মজার ভিডিয়ো হামেশাই চোখে পড়ে। আর এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) মধ্যপ্রদেশের এক ট্রাফিক পুলিশের (Traffic Police) ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখলে আপনি হাসতে বাধ্য। রীতিমতো গান গেয়ে হেলমেটহীন বাইক আরোহীদের থামিয়ে সচেতন করছেন তিনি। এক্কেবারে অভিনব কায়দা।
এই ভিডিয়োটি মধ্যপ্রদেশের শাহদোলের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’টি ছেলে একটি বাইকে যাচ্ছে। যে বাইক চালাচ্ছে বা যে পিছনে বসে আসে কারও মাথাতেই হেলমেট নেই। আর এক ট্রাফিক পুলিশ ওভাবে বাইক চালাতে দেখে তাদের থামায়। আর তারা কেন হেলমেট পরেনি, সেই কারণ জানতে চায়। কিন্তু আপনার মনে হচ্ছে, এর মধ্য়ে বিশেষত্ব কী আছে। পুলিশটি তাদের থামিয়ে, ‘ও-বেটাজী, ও-বাবুজী’ আলবেলা সিনেমার এই জনপ্রিয় গানটি গেয়ে জিজ্ঞাসা করেন যে, তাদের মাথায় হেলমেট নেই কেন? ট্রাফিক পুলিশের এমন ব্য়বহার দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।
এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্ম ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে ভিডিয়োটি ঝরের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 2.3 মিলিয়নেরও বেশি অর্থাৎ 23 লাখ ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ লিখেছেন, ‘আমাদের দেশে প্রতিভার অভাব নেই।’ কেউ আবার মজার ছলে লিখেছেন, ‘আমার এটাই জানতে ইচ্ছে করছে যে, উনি গান গাওয়ার পর কি শেষে চালান কেটেছিলেন? নাকি এমনই ছেড়ে দিয়েছেন?’